আতঙ্কের নাম ‘পুষ্পা’! আল্লুর বাড়িতে ভাঙচুর, বিক্ষোভ জনতার, ফিকে সাফল্য

বাংলাহান্ট ডেস্ক : ‘পুষ্পা ২’ এর আকাশছোঁয়া সাফল্যের মাঝেই বার বার আক্রান্ত হওয়ার খবর আসছে আল্লু অর্জুনের (Allu Arjun)। তাঁর ছবিটি মুক্তি পাওয়ার পরপরই প্রেক্ষাগৃহে প্রচণ্ড ধাক্কাধাক্কি, ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক দর্শকের। এর জেরে এক রাত জেলেও কাটাতে হয়েছিল আল্লুকে (Allu Arjun)। এবার হামলা হল তাঁর হায়দ্রাবাদের বাড়িতে। রবিবার অভিনেতার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ওসমানিয়া ইউনিভার্সিটি স্টুডেন্টস এর বিরুদ্ধে। অভিনেতার বাবা আল্লু অরবিন্দকেই অভিযোগ জানাতে দেখা গিয়েছে এ বিষয়ে।

আল্লু অর্জুনের (Allu Arjun) বাড়িতে বিক্ষোভ

রবিবার নিজেদের বাড়িতে আল্লু অর্জুনকে (Allu Arjun) নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন আল্লু অরবিন্দ। রবিবার হায়দ্রাবাদের বাড়িতে হামলা হয়। প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে নিহতের জন্য টাকা চাওয়ার দাবি করে এই বিক্ষোভ চালানো হয় বলে খবর। তাঁদের বাড়িতে ফুলের টব ভাঙচুর করা হয়, টমেটো ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ।

Allu arjun hyderabad house attacked

সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ: এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে আল্লু অরবিন্দ বলেন, তাঁদের বাড়িতে কী ঘটেছে তা সকলেই দেখেছে। তবে এখন কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সময় নয় বলে মন্তব্য করেন তিনি। এখন সময় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে। আল্লু অরবিন্দ আরো বলেন, পুলিশ অপরাধীদের গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। এ ধরণের ঘটনাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় বলেই মন্তব্য করেন আল্লু অরবিন্দ।

আরো পড়ুন : মাত্র ১৭ বছর বয়স ছিল সোমির, যা করেছিলেন সলমন… ব্যথায় বিছানা থেকে উঠতে পারতেন না প্রাক্তন প্রেমিক

পদপিষ্ট হয়ে মৃত মহিলা: প্রসঙ্গত, গত ৪ ঠা ডিসেম্বর পুষ্পার প্রিমিয়ারে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন আল্লু অর্জুন (Allu Arjun) এবং রশ্মিকা মন্দানা। তাঁদের দেখতে ভিড় উপচে পড়েছিল প্রেক্ষাগৃহে। একজন মহিলা পদপিষ্ট হয়ে মারা যান। তাঁর নয় বছরের ছেলের চিকিৎসাও চলছে হাসপাতালে। গত ১৩ ই ডিসেম্বর রাতে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আল্লু অর্জুনকে (Allu Arjun)। অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে ১৪ ই ডিসেম্বর সকালে মুক্তি পান অভিনেতা।

আরো পড়ুন : দেখা করলেন রামায়ণ-মহাভারতের আরবি অনুবাদকদের সঙ্গে! মধ্যপ্রাচ্যের দেশে বড় চমক পেলেন মোদী

রবিবার অভিনেতার বাড়িতে একজন বিক্ষোভকারী বলেন, পদপিষ্ট হয়ে নিহত রেবতীর পরিবারের খেয়াল রাখুন আল্লু অর্জুন, এটাই দাবি তাঁদের। ওই সময় অভিনেতার দুই ছেলে মেয়েকে তাদের মামাবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে খবর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর