বাংলা হান্ট ডেস্কঃ বহরমপুর থেকে জিতে টানা পাঁচবার সাংসদ হয়েছেন। কংগ্রেসের হেভিওয়েটদের মধ্যে একজন হলেন অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন? সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে এই প্রশ্ন করা হয় গেরুয়া শিবিরের দাপুটে নেতা দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। রাখঢাক না করে সোজাসাপটা জবাব দেন তিনি।
কী বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?
বঙ্গ বিজেপির (BJP) হেভিওয়েট নেতাদের মধ্যে একজন হলেন দিলীপ ঘোষ। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নানান বিষয়ে কথা বলেন তিনি। উঠে আসে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং তাতে জঙ্গি সন্দেহে বাংলায় একের পর এক গ্রেফতারির প্রসঙ্গ। সেই সূত্রেই কংগ্রেস নেতার কথাও উঠে আসে।
দিলীপের মতে, এতদিনে রাজ্যে জঙ্গি আশ্রয় নিয়ে সরব হয়েছেন অধীর। তবে এতদিন পর কেন? কংগ্রেস (Congress) নেতা এতদিন কেন মুখে কুলুপ এঁটে রেখেছিলেন? প্রশ্ন তোলেন তিনি। তাহলে কি বিজেপিতে নাম লেখাতে চলেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ? এই প্রশ্ন করা হতেই স্পষ্ট জবাব দেন দিলীপ।
আরও পড়ুনঃ বাড়ি তৈরির চিন্তা শেষ! এবার টাকা দেবে সরকার! এই প্রকল্পের সুবিধা কারা পাবে জানেন?
বিজেপি নেতা বলেন, ‘আজকাল অধীর চৌধুরী দেখবেন আমার মতো করে কথা বলছেন। কারণ উনি জানেন যে হেরে গিয়েছেন। আর কিছু হারানোর নেই’। এরপরেই কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেবেন কিনা সেই প্রশ্ন করা হয়। দিলীপ বলেন, ‘অধীর কোথায় যাবে এবং পার্টি নেবে কিনা আমি জানি না। পরাজিত হলে আমাদের দলে আসতে হবে এমনটা ভাবার কোনও কারণ নেই’।
উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটে বহরমপুর থেকে পরাজিত হন অধীর। বাংলায় সার্বিকভাবে হাত শিবিরের ফলাফলও ভালো হয়নি। এরপরেই বঙ্গ কংগ্রেসে সাংগঠনিক পালাবদলের জল্পনা মাথাচাড়া দেয়। ইতিমধ্যেই বঙ্গ কংগ্রেসে ‘অধীর জমানা’য় ইতি পড়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শুভঙ্কর সরকারকে। এদিকে অধীর বিজেপিতে যোগ দেবেন কিনা জানতে চাওয়ায় দিলীপ (Dilip Ghosh) স্পষ্ট জানান, কংগ্রেস নেতা দলবদল করবেন কিনা অথবা তাঁকে পার্টি নেবে কিনা সেই বিষয়ে তিনি কিছু জানেন না।