আর নয় রেহাই! Airtel, BSNL, Jio এবং Vi-এর ওপর কড়া অ্যাকশন TRAI-এর, দিতে হবে জরিমানাও

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তথা TRAI (Telecom Regulatory Authority of India) এবার দেশের টেলিকম কোম্পানি Airtel, Jio, BSNL এবং Vodafone Idea-র বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে। শুধু তাই নয়, গত সপ্তাহে টেলিকম কোম্পানিগুলিকে কয়েক কোটি টাকার জরিমানা আরপ করা হয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, TCCCPR (টেলিকম কমার্শিয়াল কমিউনিকেশন কাস্টমার প্রেফারেন্স রেগুলেশন) নিয়ম লঙ্ঘন এবং স্প্যাম কল বন্ধ করতে ব্যর্থ হওয়ার জন্য TRAI এই সংস্থাগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এর আগেও বহুবার টেলিকম সংস্থাগুলি TRAI-এর জরিমানার সম্মুখীন হয়েছে।

কড়া অ্যাকশন TRAI (Telecom Regulatory Authority of India)-এর:

১৪১ কোটি টাকা জরিমানা: ET টেলিকমের রিপোর্ট অনুসারে, টেলিকম সংস্থাগুলির ওপর নতুন করে ১২ কোটি টাকা জরিমানা করা হয়। এমতাবস্থায়, স্প্যাম কল বন্ধ করতে না পারার জন্য এখনও পর্যন্ত টেলিকম সংস্থাগুলিকে মোট ১৪১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তবে, এই নতুন জরিমানা নিয়ে টেলিকম সংস্থাগুলির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানিয়ে রাখি যে, ভুয়ো কল ঠেকাতে গত কয়েক মাসে বেশ কিছু বড় পরিবর্তন করেছে TRAI (Telecom Regulatory Authority of India)। এর পাশাপাশি TCCCPR আরও শক্তিশালী করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

রিপোর্টে জানানো হয়েছে যে, টেলিকম কোম্পানিগুলি যদি জরিমানা না দেয়, তাহলে টেলিকমিউনিকেশন বিভাগকে (DoT) তাদের ব্যাঙ্ক গ্যারান্টি এনক্যাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে জরিমানা আদায় করা যায়। তবে বর্তমানে এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। টেলিকম কমার্শিয়াল কমিউনিকেশন কাস্টম প্রিফারেন্স রেগুলেশনের অধীনে টেলিকম কোম্পানিগুলির ওপর এই জরিমানা আরোপ করা হয়েছে।

Telecom Regulatory Authority of India took major action.

TCCCPR কি? TCCCPR-এর মতে, টেলিকম ব্যবহারকারীরা যদি কোনও ধরণের ভুয়ো বা স্প্যাম কল পান, সেক্ষেত্রে তার দায় হবে টেলিকম সংস্থাগুলির। ইতিমধ্যেই টেলিকম সংস্থাগুলিকে এমন একটি ব্যবস্থা আনার নির্দেশ দেওয়া হয়েছে যাতে নেটওয়ার্ক স্তরেই স্প্যাম কল বন্ধ করা যায়। সম্প্রতি, টেলিকম নিয়ন্ত্রক দ্বারা নিয়মগুলি আপগ্রেড করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা ভুয়ো কল না পান। TRAI (Telecom Regulatory Authority of India) আনসোলিসেটেড কমিউনিকেশন থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে অযাচিত যোগাযোগ থেকে SMS ট্রেসেবিলিটি পর্যন্ত বিভিন্ন নিয়ম লাগু করেছে।

আরও পড়ুন: মেলবোর্ন টেস্টের আগে ভারতের প্রতি হল অবিচার! অসন্তুষ্ট টিম ইন্ডিয়া, কারণ জানলে হবেন অবাক

OTT-তেও সর্তকতা: DoT টেলিকম সংস্থাগুলিকে আগামী ৩ মাসের জন্য ব্যবহারকারীদের সাইবার অপরাধ সম্পর্কিত কলার টিউন বাজানোর নির্দেশ দিয়েছে। যাতে তারা এই ধরণের প্রতারণা সম্পর্কে সচেতন হতে পারে। স্টেকহোল্ডারদের মধ্যে সম্পন্ন হওয়া সাম্প্রতিক ওপেন হাউস আলোচনায়, টেলিকম সংস্থাগুলি দাবি করেছিল যে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সংস্থাগুলির মতো ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মগুলিও স্প্যাম যোগাযোগের জন্য দায়বদ্ধ হওয়া উচিত।

আরও পড়ুন: মেইনটেনেন্সেরই খরচ ১৬ কোটি! বিলাসবহুল প্রাইভেট জেট কিনলেন রোনাল্ডো, দাম জানলে আঁতকে উঠবেন

প্রসঙ্গত উল্লেখ্য, OTT প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল সংখ্যক জাল বাণিজ্যিক যোগাযোগ করা হয়। টেলিকম অপারেটররা জানিয়েছে যে এই প্ল্যাটফর্মগুলিও নিয়ন্ত্রণ করা উচিত। এই প্ল্যাটফর্মগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য নতুন আইটি নিয়মে কোনও বিধান নেই। টেরেস্টিয়াম মোবাইল নেটওয়ার্ক ছাড়াও, স্ক্যামাররা ইন্টারনেট কলের মাধ্যমে সাধারণ মানুষের সাথে ব্যাপকভাবে প্রতারণা করছে। এমতাবস্থায় টেলিকম অপারেটররা TRAI (Telecom Regulatory Authority of India)-র কাছে OTT-র দায়িত্ব নির্ধারণের দাবি জানিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর