বাংলা হান্ট ডেস্ক: কলেজ ফর্ম ফিলাপে সমস্যা! এ যেন এক সাধারন ব্যাপার হয়ে উঠেছে বর্তমান পড়ুয়াদের কাছে। ফের কলেজ ফরম ফিলাপ ঘিরে সংঘর্ষে জড়াল এবিভিপি ও টিএমসিপি। জানা গেছে সংঘর্ষের ফলে দুপক্ষের প্রায় 30 জন জখম হয়েছেন।। হুগলির ধনেখালি শরত্ সেন্টিনারি কলেজে ঘটেছে ঘটনাটি। এই ঘটনায় আরও অভিযোগ, সংঘর্ষ চলাকালীন ছাত্রীদের দেওয়া হয় ধর্ষণের হুমকি।
তৃণমূল ছাত্র পরিষেদ অভিযোগ জানিয়েছে, যে এবিভিপি-র ছাত্ররা ফর্ম ফিল-আপ চলার সময় আচমকাই হামলা চালায় তাঁদের উপর। এমনকি উইকেট নিয়ে আক্রমণ করে তারা। অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি, তারা আবার মারধরের পাল্টা অভিযোগ এনেছে টিএমসিপি সদস্যদের বিরুদ্ধে, এমনকি তারা এও জানান যে টিএমসিপির ছেলেরাই নাকি উত্যক্ত করে ছাত্রীদের।
এই মারমুখী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধোনেখালি পুলিশ। মারধরের চোটে আহতদের ভর্তি করা হয় হাসপাতালে।