বিমানে ভ্রমণের প্ল্যান করছেন? ওঠার আগে জেনে নিন কোন খাবার নেওয়া যায় আর কোনগুলি নয়!

বাংলা হান্ট ডেস্ক: ঘুরতে যাওয়া হোক কিংবা কোন অফিসিয়াল কাজ দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে গেলেই সকলের ভরসা বিমানের (Airplane) উপর। স্বল্প সময় আপনাকে আপনার নির্দিষ্ট স্থলে পৌঁছে দেয় এই যানটি। তবে আপনি কি জানেন বিমানে চড়ার সময় ঠিক কোন কোন খাবার গুলি নিয়ে যাওয়া যায় আর কোনগুলি নয়? নিয়মিত যারা বিমানে চলাফেরা করেন তারা এই বিষয়ে জানলেও। যারা প্রথমবার প্লেনে করে ভ্রমণের চিন্তাভাবনা করছেন না জানলে এ বিষয়ে জেনে নিন।

প্লেনে (Airplane) চড়ার সময় কোন কোন খাবারগুলি:

অনেকেই আছেন যারা কোথাও ঘুরতে গেলে বাড়ি থেকে খাবার নিয়ে যান। কিন্তু ট্রেনে বা বাসে যেকোনো খাবার নিয়ে যেতে পারলেও, বিমানের (Airplane) ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য নয়। এখানে ওঠা থেকে শুরু করে নামা পর্যন্ত বিশেষ কিছু নিয়ম রয়েছে। এমনকি বিমানে খাবার নেওয়ার ক্ষেত্রেও কড়া নির্দেশিকা জারি রয়েছে। আন্তর্জাতিক বিমানে খাবার নিয়ে তো ওঠা যায় তবে সব খাবার নয়। স্ন্যাকস নিয়ে যেতে পারেন তাতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই খাবার নেওয়ার সময় জিপ লক করা ব্যাগে নিন।

These are the only foods you can take on airplane

 

আর নোনতা স্ন্যাকস নিতে গেলে সেক্ষেত্রে নিমকি, চানাচুর, ভুজিয়া নিয়ে যেতে পারেন। এছাড়াও বাদাম, বিস্কুট, চিপস, কুড়কুড়ে, কুকিজ ইত্যাদিও নেওয়া যায়। তবে যাই নেবেন অবশ্যই আপনাকে জিপ লক করা ব্যাগে নিতে হবে। পাশাপাশি ড্রাই ফ্রুটস, স্যালাড, ফল নিতেই পারেন তবে কোন প্যাকেটে ভালো করে মুড়ে নিতে হবে। এমনকি মুড়ি, চিড়ে এই সমস্ত খাবার নিয়েও ওঠা যায়। নিয়ম অনুযায়ী, বিমানে (Airplane) যে কোন খাবার নিয়ে উঠতে গেলেই আপনার প্যাকেজিংয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত।

আরও পড়ুনঃ শীতে ফুলস্টপ! বৃষ্টি নিয়ে বুকভাঙা আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর 

কিন্তু হ্যাঁ চেষ্টা করবেন তরল জাতীয় কোন খাবার না রাখার। যেমন, তেল, অ্যালকোহল আছে এমন সস কখনোই নেবেন না। এছাড়াও ঘি, আচার, পান, পোস্ত এইসব খাবারও বিমানে (Airplane) নিয়ে ওঠা যায় না। আর একটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে নারকেল। অনেকেই নারকেলকে ড্রাইফ্রুটস হিসেবে নিয়ে ওঠার চিন্তাভাবনা করেন। কিন্তু বিমানের নিয়ম অনুসারে এই খাবার নিয়ে ওঠা যায় না।

আরও পড়ুনঃ এবার মহাকাশেও উৎপন্ন হবে ফসল? ফের ইতিহাস গড়ার পথে ISRO-র PSLV-C60 মিশন

আসলে নারকেলে তেলের মাত্রা বেশি থাকায় দাহ্য পদার্থ হিসেবে গণ্য করা হয়। তাই কখনো ভুলেও নারকেল নিতে যাবেন না। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন পরোটা স্যান্ডউইচ এই সমস্ত খাবার নিয়ে ওঠা যায় কি? অবশ্যই নিয়ে ওঠা যায় কিন্তু এই সমস্ত খাবারগুলিকে আপনি “চেক ইন ব্যাগেজে” রাখতে পারবেন না। এগুলো নিয়ে যাওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। নির্দিষ্ট প্যাকিংয়ের মাধ্যমেই বিমানে (Airplane) নিয়ে উঠতে পারবেন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর