বাংলা হান্ট ডেস্ক: হাতে আর মাত্র কয়েকদিন। ক্যালেন্ডারের পাতা উল্টালে শুরু হয়ে যাবে নতুন আরো একটি বছর। আর নতুন বছরে বাস্তুশাস্ত্র ( Vastu Shastra) মেনে কিছু কাজ করতে পারলেই জীবন হয়ে উঠবে রঙিন, দুঃখ কষ্ট হবে বিলীন। বছর শুরু হলেই সকলে বিভিন্ন রকমের প্ল্যানিং করে থাকেন। আগের বছর যেগুলো পাননি সেগুলোই নতুন বছরের পূরণ করার প্রতিজ্ঞা নেন। কিন্তু শুধু প্রতিজ্ঞা নিলেই হবে না তার পাশাপাশি আরও বিশেষ কিছু কাজ করতে হবে। সংসারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধির জন্য বছর শুরুর আগে এই জিনিসগুলি বাড়ি থেকে বের করে ফেলা উচিত।
বাস্তুশাস্ত্র অনুসারে (Vastu Shastra) নতুন বছর শুরুর আগেই ঘর থেকে বিদায় করুন এই জিনিসগুলি:
কথায় আছে, আপনার ঘরই হচ্ছে সংসারের সুখ সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধির উৎস। বাস্তুশাস্ত্র (Vastu Shastra) মেনে অনেকেই ঘর সাজিয়ে থাকেন। তবে শুধু সাজালেই হবে না, ঘরে কোন জিনিস মঙ্গল কিংবা অমঙ্গলের বাহক সেই বিষয়েও খেয়াল রাখা উচিত। আর যেহেতু সামনেই আসছে নতুন বছর তাই এই বিষয় বিশেষ ধ্যান দিন। নতুন বছর শুরুর আগে ঘর থেকে বের করুন এই জিনিসগুলি। তাহলেই সংসারে সুখ শান্তি আসবে।
কোন কোন জিনিস গুলি ঘর থেকে বের করে দেবেন?
১) গাছ: আমরা অনেকেই ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের গাছ বাড়িতে রেখে থাকি। অনেক সময় এই গাছগুলি বাড়িতে থাকতে থাকতে শুকিয়ে যায়। আপনার বাড়িতেও যদি এমন গাছ থেকে থাকে তাহলে অবশ্যই বিদায় করুন। শুকিয়ে যাওয়া গাছ বাড়িতে রাখা মোটেই উচিত নয়। উল্টে এতে করে সংসারে সুখের বদলে চরম অশান্তি নেমে আসে।
২) বন্ধ ঘড়ি: অনেকেই বাড়িতে বন্ধ ঘড়ি কিংবা নষ্ট হয়ে যাওয়া ঘড়ি রেখে দেন। কিন্তু বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুসারে বাড়িতে বন্ধ ঘড়ি রাখা উচিত নয়। এতে করে নাকি জীবনে খারাপ সময় ঘনিয়ে নিয়ে আসে। এমনকি ভাগ্যে লাগতে পারে দরিদ্র দশা। তাই আজই হয়ে যান সাবধান।
আরও পড়ুনঃ নদীতে ভাসছিল জাহাজ, পুলিশ পৌঁছাতেই যা দেখল… বাংলাদেশের ঘটনায় শিহরিত গোটা বিশ্ব
৩) ভাঙা আসবাবপত্র: বাড়িতে ভাঙা আসবাবপত্র রাখা অশুভ বলেই মনে করা হয়। তাই চেষ্টা করুন নতুন বছর শুরুর আগে এই সমস্ত আসবাবপত্র ঘর থেকে বের করে দেওয়ার। মূলত এগুলোকে নেতিবাচক শক্তির বাহক বলে মনে করা হয়।
৪) ভাঙা আয়না: ভাঙা আয়না কখনোই ঘরে রাখা উচিত নয়। এমনকি ভাঙা আয়নায় মুখ দেখে দিন শুরু করাও অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুসারে এতে করে দুর্ভাগ্য নেমে আসে। তাই বছর শুরুর আগেই চেষ্টা করুন ভাঙা আয়না বাড়ি থেকে বের করে দেওয়ার।
৫) অগোছালো ঘর: সব সময় চেষ্টা করুন ঘরদোর গুছিয়ে রাখার। এতে করে শুধু ঘরে সৌন্দর্যই বৃদ্ধি পায় না, একই সাথে সংসারের শ্রী বৃদ্ধিও ঘটে। বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুযায়ী ঘরে জিনিসপত্র অগোছালো থাকলে নেগেটিভ এনার্জিরও উৎপত্তি ঘটে। সবসময় চেষ্টা করুন, ঘর পরিষ্কার রাখার ঘরকে গুছিয়ে রাখার এতে করে সংসার আপনার সুখ শান্তিতে ভরে থাকে।