বাংলাহান্ট ডেস্ক : ব্রেন টিজার ও অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলায় আজকাল মেতে উঠছেন অনেকেই। শুধুমাত্র সময় কাটানো নয়, এই ধরনের খেলায় খেলোয়াড়ের বুদ্ধিমত্তার পরিচয়ও পাওয়া যায় সমানভাবে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন ও ব্রেন টিজার ভাইরাল হচ্ছে সাম্প্রতিককালে।
অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মজার খেলা
সম্প্রতি তেমনই একটি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। এই খেলাটি নিয়ে সমাজমাধ্যম ব্যবহারকারীদের উন্মাদনা থাকছে চোখে পড়ার মতো। আজকের প্রতিবেদনে আপনারা একটি হলুদ রঙের টি-শার্ট (T Shirt) দেখতে পাচ্ছেন। এই টি-শার্টের দুটি জায়গায় রয়েছে ছিদ্র।
আরোও পড়ুন : বিমানে ভ্রমণের প্ল্যান করছেন? ওঠার আগে জেনে নিন কোন খাবার নেওয়া যায় আর কোনগুলি নয়!
তবে আপনাদের জানিয়ে রাখি এই দুটি ছাড়াও আরো একাধিক ছিদ্র রয়েছে টি-শার্টটিতে। আপনাদের খুঁজে বার করতে হবে সেই ছিদ্রগুলি। টি-শার্টটিতে লক্ষ্য করলে দেখা যাবে দুটি বড় ছিদ্র রয়েছে সামনের দিকে। তবে আপনাদের অন্যান্য ছিদ্রগুলি শনাক্ত করতে হবে ৩০ সেকেন্ডের মধ্যে। ৩০ সেকেন্ডের মধ্যে যদি সবকটি ছিদ্র খুঁজে বার করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি জিনিয়াস।
আরোও পড়ুন : এই ধরনের ছেলেদের দেখলে মেয়েদের মন ভরে ওঠে কামুকতায়, জেনে নিন কী বলছে চাণক্য নীতি
তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, শুধুমাত্র দৃষ্টিশক্তির উপর ভরসা করে খেলাটিতে জয়লাভ করা সম্ভব নয়। এই খেলায় জয়লাভ করার জন্য প্রয়োজন হবে ক্ষুরধার মস্তিষ্কের। আপনার যাবতীয় চিন্তা দূরে রেখে ৩০ সেকেন্ডের জন্য মননিবেশ করুন খেলাটিতে। আর ৩০ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারলেই কেল্লাফতে।
সোশ্যাল মিডিয়ায় এই মজাদার অপটিক্যাল ইলিউশন শেয়ার করা হয়েছে Grow Your Brainsর তরফে। এই অপটিক্যাল ইলিউশনের সঠিক উত্তর দিয়েছেন এক ব্যবহারকারী। তিনি জানিয়েছেন, এই হলুদ রঙের টি-শার্টটিতে রয়েছে মোট ৮ টি ছিদ্র। এই ব্যক্তি জানিয়েছেন, টি-শার্টের সামনের ২ টি ছিদ্র দেখা যাচ্ছে মানে ধরে নিতে হবে এটির পিছনেও রয়েছে ২ টি ছিদ্র। এছাড়াও গলা, হাত, ঘাড়ে টি-শার্টের কাটা অংশ হিসাব করলে এই টি-শার্টে মোট ৮ টি ছিদ্র বা কাটা অংশ রয়েছে।