প্রেম প্রস্তাব দিয়েছিলেন রাহুল, ‘চিরদিনই তুমি যে আমার’ বলতে কত সময় নিয়েছিলেন প্রিয়াঙ্কা?

বাংলাহান্ট ডেস্ক : টলিউডের বহু চর্চিত জুটি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) এবং প্রিয়াঙ্কা সরকার। দুজনেই অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন খুব কম বয়সে। দুজনেরই প্রথম ছবি ছিল পরস্পরের সঙ্গে। আর সেই ছবিতে অভিনয় করতে গিয়ে বাস্তবেই দুজনে বলে উঠেছিলেন ‘চিরদিনই তুমি যে আমার’। কিন্তু সবটাই কি খুব সহজে হয়েছিল?

রাহুলের (Rahul Arunoday Bandopadhyay) প্রেম প্রস্তাবে কী বলেছিলেন প্রিয়াঙ্কা

পরিচালক ঋতুপর্ণ ঘোষের টক শো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’তে এসে তাঁদের প্রেম পর্বের শুরুর সময়টার কথা জানিয়েছিলেন রাহুল (Rahul Arunoday Bandopadhyay)। প্রেম প্রস্তাবটা প্রথমে তিনিই দিয়েছিলেন প্রিয়াঙ্কাকে। কিন্তু শোনা মাত্রই অভিনেত্রী বলে উঠেছিলেন, তিনি রাহুলকে (Rahul Arunoday Bandopadhyay) ভালোবাসেন না। পছন্দ করেন। আর তাই একসঙ্গে সময় কাটাতে ভালোবাসেন।

How much time did priyanka take to response to rahul arunoday bandopadhyay nra

কত সময় নিয়েছিলেন অভিনেত্রী: প্রথমে একথা শুনে রাহুল (Rahul Arunoday Bandopadhyay) একটু দমে গিয়েছিলেন ঠিকই, তবে সহজে হালও ছেড়ে দেননি। তিন মাস পর শেষমেষ প্রিয়াঙ্কা স্বীকার করেছিলেন, ভালোবাসেন তিনি। একথা শুনে অবশ্য ঋতুপর্ণ বলেছিলেন, প্রিয়াঙ্কা একদম ঠিক কাজটাই করেছিলেন। কারণ অনেকেই বুঝতে পারেন না যে যাকে পছন্দ সেটা আসলে ভালোবাসা নাও হতে পারে। তবে প্রিয়াঙ্কা সেই সময়টা নিয়েছিলেন বুঝতে।

আরো পড়ুন : শুরুতেই ফ্লপ, পরে ২৫ কোটি টাকার টিকিট বিক্রি! বাহুবলী-পুষ্পা নয়, এটাই সবথেকে বেশি বার দেখা ভারতীয় সিনেমা

একসঙ্গে কেরিয়ার শুরু করেন: রাজ চক্রবর্তীর ছবির হাত ধরেই কেরিয়ার শুরু হয় রাহুল প্রিয়াঙ্কার। ওই ছবির সেটেই কাছাকাছি আসেন দুজনে। বিয়েও করে নিয়েছিলেন তাড়াতাড়ি। তাঁদের জীবনে আসে সহজ। সবটা স্বপ্নের মতোই চলছিল। হঠাৎ করেই হয় ছন্দ পতন। আলাদা হয়ে যান রাহুল (Rahul Arunoday Bandopadhyay) প্রিয়াঙ্কা।

আরো পড়ুন : নদীতে ভাসছিল জাহাজ, পুলিশ পৌঁছাতেই যা দেখল… বাংলাদেশের ঘটনায় শিহরিত গোটা বিশ্ব

এক সময়ে দুজনের মধ্যে তিক্ততা বেড়েছিল। শোনা গিয়েছিল, অন্য মানুষও এসেছিলেন তাঁদের জীবনে। তবে ছেলে সহজকে একসঙ্গেই বড় করেছেন তাঁরা। শেষ পর্যন্ত সহজের জন্যই আবারো একত্রে ফেরেন রাহুল প্রিয়াঙ্কা। বর্তমানে তিনজনেই একসঙ্গে বেশ ভালো রয়েছেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর