বাংলা হান্ট ডেস্কঃ গত আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর কাণ্ড (RG Kar Case)। সম্প্রতি ধর্ষণ খুনের এই ঘটনায় নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় নির্যাতিতার বাবা-মা। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) এজলাসে এই আবেদনের শুনানি ছিল। সুপ্রিম নজরদারিতে আরজি কর কাণ্ডের তদন্ত চলছে কিনা তাই নিয়ে এদিন নির্যাতিতার পরিবার এবং সিবিআইয়ের ভিন্ন মত দেখা যায়।
নির্যাতিতার পরিবারকে বড় নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)!
এদিন আরজি করের নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী উচ্চ আদালতে অতিরিক্ত হলফনামা দেওয়ার কথা জানান। একথা শুনে বিচারপতি ঘোষ জিজ্ঞেস করেন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে তাঁদের কী আর্জি ছিল? নির্যাতিতার পরিবারের আইনজীবীর তরফ থেকে জানানো হয়, উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের কাছে উপযুক্ত তদন্তের আর্জি জানানো হয়েছিল। সেখান থেকেই সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়।
একথা শোনার পর হাইকোর্ট (Calcutta High Court) জানতে চায়, ‘এই মামলা দেশের শীর্ষ আদালত দেখছে। এখন আপনার বক্তব্য কেন শুনব?’ এদিন সিবিআইয়ের আইনজীবী জানান, সুপ্রিম নজরদারিতে আরজি কর কাণ্ডের তদন্ত চলছে। সেখানে ধাপে ধাপে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা করা হয়েছে।
আরও পড়ুনঃ ৬০ অতীত! এবার বাড়ছে অবসরের বয়স? অবশেষে স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার
নির্যাতিতার পরিবারের আইনজীবীকে জাস্টিস ঘোষ বলেন, বর্তমানে এই মামলা সর্বোচ্চ আদালতে বিচারাধীন। এমতাবস্থায় পরিবারের কী আবেদন সেটা তাঁর এজলাস খতিয়ে দেখতে পারে। যদিও তিলোত্তমার মা-বাবার আইনজীবী উচ্চ আদালতে দাবি করেন, এই মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) কোনও নজরদারি করেনি। সর্বোচ্চ আদালতের কোনও নির্দেশে একথা বলা হয়নি বলে দাবি করেন তিনি।
সুপ্রিম নজরদারিতে আরজি কর মামলার তদন্ত চলছে কিনা তাই নিয়ে নির্যাতিতার পরিবার এবং সিবিআইয়ের (CBI) ভিন্ন মত দেখা যায়। এই অবস্থায় হাইকোর্টের নির্দেশ, ডিভিশন বেঞ্চ অথবা সুপ্রিম কোর্ট থেকে নির্যাতিতার পরিবারকে ব্যাখ্যা নিয়ে আসতে হবে। আদালতের নজরদারিতে তদন্ত চলছে কিনা, এটা স্পষ্ট হওয়ার পরেই তিলোত্তমার পরিবারের এই আবেদন শোনা হবে বলে জানান বিচারপতি ঘোষ।
হাইকোর্টের (Calcutta High Court) একক বেঞ্চ জানায়, এই মামলা শোনায় অসুবিধা নেই। তবে ব্যাখ্যা থাকা প্রয়োজন। অর্থাৎ আদালতের নজরদারিতে তদন্ত চলছে কিনা সেটা পরিষ্কার হওয়ার পরেই এই মামলা শুনবে উচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৫ জানুয়ারি।