বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি কাণ্ডে ফের নয়া মোড়! এবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) সঙ্গে যোগসূত্রে আরও ৩ জনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। জানা যাচ্ছে, সোমবার তাঁদের ইডি (ED) দফতরে ডেকে পাঠানো হয়। গভীর রাত অবধি জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি।
রেশন দুর্নীতি কাণ্ডে এবার কাদের গ্রেফতার করল ইডি (Enforcement Directorate)?
রেশন দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে জেলবন্দি তিনি। জানা যাচ্ছে, এবার তাঁর সঙ্গে যোগসূত্রে ৩ জন চালকল মালিককে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। ইডি সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, হেফাজতে জ্যোতিপ্রিয়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পর ধৃত ৩ চালকল মালিক সম্বন্ধে জানা যায়। জানা যায়, বালুর সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে ধৃতদের চালকল থেকে অবৈধভাবে রেশন (Ration Scam) সামগ্রী বিক্রি করা হতো। যার মুনাফা ঢুকতো ওই ৩ জনের পকেটে।
আরও পড়ুনঃ RG Kar মামলায় নয়া মোড়? নির্যাতিতার পরিবারকে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট
জানা যাচ্ছে, ধৃতদের চালকলে হানা দিয়ে বেশ কিছু নথি উদ্ধার করে ইডি (Enforcement Directorate)। সেগুলির ভিত্তিতে গতকাল ওই ৩ জনকে ইডি দফতরে ডেকে পাঠানো হয়। গভীর রাত অবধি চলে জিজ্ঞাসাবাদ। তবে যথাযথ উত্তর না দিতে পারায় শেষ অবধি তাঁদের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, মঙ্গলবার তাঁদের আদালতে পেশ করা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে চাইবে ইডি। তদন্তের স্বার্থে এখনও কারোর নাম প্রকাশ্যে আনা হয়নি।
উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির সংখ্যা একাধিক। শঙ্কর আঢ্য, বাকিবুর রহমান সহ ইতিমধ্যেই বেশ কয়েকজন এই মামলায় জামিন পেয়ে গিয়েছেন। প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়ও একাধিকবার জামিনের আবেদন জানিয়েছেন, তবে কোনও সুরাহা হয়নি। সম্প্রতি বালুর জামিন মামলার শুনানিতে জোরালো বিরোধিতা করে ইডি (Enforcement Directorate)। জ্যোতিপ্রিয়কে ‘দুর্নীতির গঙ্গাসাগর’ আখ্যা দিয়ে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর ফলে প্রাক্তন মন্ত্রীর জামিন পাওয়া খানিকটা কঠিন হয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।