বাংলাহান্ট ডেস্ক : বাবলি’র পর ‘সন্তান’ ছবিতে রাজ চক্রবর্তীর নায়িকা হিসেবে দেখা গেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)। ছবির মূল গল্প বাবা ছেলেকে নিয়ে, যে দুটি চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। তবে আইনজীবীর চরিত্রে শুভশ্রীও বেশ দাপট দেখিয়েছেন পর্দায়। গত ২০ তারিখ মুক্তি পেয়েছে ‘সন্তান’। প্রথম দিনেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন রাজ, শুভশ্রী (Subhashree Ganguly), ইউভান। শুধু তাঁরাই নয়, এসেছিলেন রাজের মা লীলা চক্রবর্তীও। বয়সের ভারে হুইলচেয়ারে বসেই ছেলে বউমার ছবি দেখতে এসেছিলেন তিনি।
শাশুড়িকে নিয়ে সন্তান দেখতে আসেন শুভশ্রী (Subhashree Ganguly)
হুইল চেয়ারে মাকে বসিয়ে সন্তান দেখাতে নিয়ে এসেছিলেন রাজ। সিনেমা হলে দর্শকদের উদ্দেশে পরিচালক বলেন, বাবা, মা বাড়ির সকলকে নিয়ে সন্তান দেখতে। হুইল চেয়ারে বসে থাকা শাশুড়ি মায়ের গালে হাত দিয়ে আদর করতেও দেখা যায় শুভশ্রীকে (Subhashree Ganguly)। তাঁদের পারিবারিক বন্ধন দেখে আপ্লুত হন দর্শকরা। একই সঙ্গে অনেকের মনে প্রশ্ন জেগেছে, শাশুড়ির সঙ্গে বউমা শুভশ্রীর সম্পর্ক ঠিক কেমন?
কেমন সম্পর্ক দুজনের: রাজের দ্বিতীয় স্ত্রী শুভশ্রী (Subhashree Ganguly)। তিনি তো বউকে চোখে হারান। কিন্তু পরিচালকের মা? এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁদের মধ্যে ‘টিপিক্যাল’ শাশুড়ি বউমার সম্পর্ক নেই। বরং তাঁরা দুজনেই খুব ভালো বন্ধু। রাজের মা নাকি মোটেই চান না শুভশ্রী (Subhashree Ganguly) রান্নাঘরে ঢুকুক। বরং বউমা নিজের কেরিয়ারের দিকে মন দিক এটাই চান তিনি। এ বিষয়ে তাঁর উৎসাহও রয়েছে প্রচুর।
আরো পড়ুন : টলিউডে বাড়ল খুদে সদস্য, শ্রীময়ী থেকে কোয়েল, ২০২৪-এ মা হলেন যে তারকারা
একসঙ্গে ছবিও তুলেছেন দুজনে: মাঝে মাঝে রাজ শুভশ্রীর (Subhashree Ganguly) সঙ্গে টুকটাক ঘুরতে যেতেও দেখা যায় তাঁকে। শাশুড়ি মাকে বেশ যত্ন নিয়েই আগলে রাখেন অভিনেত্রী। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে উঁকি দিলেই চোখে পড়বে শাশুড়ির সঙ্গে একগুচ্ছ ছবি। আর নাতি নাতনিদেরও স্নেহে, আদরে ভরিয়ে রেখেছেন ঠাকুমা।
এদিন শুভশ্রী বলেন, মাকে নিয়েই সন্তান দেখেছেন তিনি। আগে রাজের সব ছবিই দেখতেন তাঁর মা। কিন্তু পরিচালকের বাবার মৃত্যুর পর থেকেই আর বাড়ির বাইরে বেরোন না। এদিন শুভশ্রীর জোরাজুরিতেই এসেছিলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘মাকে বলেছিলাম আজ যদি না যাও, তাহলে আমিই আর বাড়ি থেকে বের হব না’। তবে সন্তান দেখে শাশুড়ি মায়ের চোখও ভিজেছে বলে জানান শুভশ্রী।