বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের বিধ্বংসী ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) সমগ্র বিশ্বের একজন কিংবদন্তি ক্রিকেটার হিসেবে বিবেচিত হন। কেরিয়ারের শুরুর দিকে তাঁর আক্রমণাত্মক মনোভাব বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করেছেন তিনি। বর্তমানে, কোহলি নিজেকে এবং তাঁর পরিবারকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন।
ইনস্টাগ্রামে এই গায়ককে ব্লক করেছেন কোহলি (Virat Kohli):
তবে, সম্প্রতি বিরাট কোহলি (Virat Kohli) সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। যেটি ইতিমধ্যেই তুমুল ভাইরাল হতে শুরু করেছে। যেখানে ভারতের একজন জনপ্রিয় গায়ক বিরাটের প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া দিয়েছেন। যার ফলে নেটমাধ্যমে শুরু হয়েছে আলোড়ন। মূলত, জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য বিরাটের প্রসঙ্গে এই বিষয়টি উপস্থাপিত করেন।
View this post on Instagram
গায়ক রাহুল বৈদ্যকে ব্লক করেছেন বিরাট কোহলি: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে রাহুল বৈদ্যকে দেখা গিয়েছে। মূলত, শুটিংয়ের সময়ে তাঁকে ঘিরে ধরে পাপারাজ্জিরা। সেখানেই হঠাৎ উঠে আসে বিরাট কোহলির প্রসঙ্গ। যার পরিপ্রেক্ষিতে রাহুল জানিয়েছেন, “বিরাট (Virat Kohli) ভাই আমাকে ইনস্টাগ্রামে ব্লক করেছেন। আমি জানি না ব্লক করার কারণ কি? যদিও আমি সবসময় তাঁর প্রশংসা করি, তিনি আমাদের দেশের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু আজ পর্যন্ত এই ব্লকের কারণ বুঝতে পারিনি।”
আরও পড়ুন: বয়স মাত্র ৩৯! ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি দিলেন বাংলার ক্রিকেটার
রাহুল আরও জানান যে, “হয়তো তাঁর (Virat Kohli) আমাকে ব্লক করার কিছু কারণ আছে। “এমতাবস্থায়, এই দু’জনের মধ্যে ঠিক কি বিষয় নিয়ে বিরোধ ঘটেছে সেই সম্পর্কে স্পষ্টভাবে কোনও কারণ সামনে আসেনি। তবে, এটি নিশ্চিত হওয়া গেছে যে বিরাট রাহুলকে ব্লক করেছেন।
আরও পড়ুন: এবার মহাকাশেও উৎপন্ন হবে ফসল? ফের ইতিহাস গড়ার পথে ISRO-র PSLV-C60 মিশন
বিরাট কোহলিকে নিয়ে পোস্ট করেছিলেন রাহুল বৈদ্য: জানিয়ে রাখি যে, ২০২৪ সালের T20 বিশ্বকাপের আগে, রাহুল বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে একটি পোস্ট করেছিলেন। নিজের পোস্টে বিরাটকে উল্লেখ করে রাহুল লিখেছিলেন কোহলি BCCI-এর ইগো হার্ট করেছেন কিনা! জানিয়ে রাখি যে, T20 বিশ্বকাপের ফাইনালে কোহলি একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এমতাবস্থায়,রাহুলের এই ধরণের পোস্ট কোহলিকে আঘাত করতে পারে। যার কারণে তিনি হয়তো রাহুলকে ব্লক করেছেন। তবে, এই বিষয়ে কোহলির তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।