বাংলা হান্ট ডেস্কঃ বাঙালি হয়ে জন্মেও এখনকার দিনের অধিকাংশ ছেলেমেয়েরাই ঠিক মতো বাংলা (Bengali) বলতে পারে না। নিজের ভাষা-সংস্কৃতির জলাঞ্জলি দিয়ে অন্যের ভাষা সংকৃতিকেই আপন করে নিচ্ছেন তাঁরা। তাই সেইসমস্ত ভাষা-সংস্কৃতিতেই অনেক বেশি দক্ষ হয়ে উঠছে নতুন প্রজন্মের ছোট-ছোট ছেলে মেয়েরা। বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) কথায়, ‘বাঙালি এখন নিজের ছেলেকে আর, বাঙালি বানাচ্ছে না’।
বাংলা ভাষা-সংস্কৃতি সংরক্ষণের দাবিতে সরব দিলীপ ঘোষ (Dilip Ghosh)
সন্তানের পড়াশোনার ভীত মজবুত করতে এবং ভবিষ্যতের পঠনপাঠনের কথা চিন্তা করেই এখনকার দিনের অধিকাংশ অভিভাকরাই ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলেই ভর্তি করাচ্ছেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই সমস্ত স্কুলে সেভাবে গুরুত্ব পায় বাংলা ভাষা এবং সংস্কৃতি। যার ফলে অধিকাংশ বাঙালি বাড়ির ছেলেমেয়েদের কাছেই ক্রমশ গুরুত্ব হারাচ্ছে বাংলা ভাষা।
বাড়িতেও সেভাবে বাংলা ভাষা-সংস্কৃতির চর্চা না থাকায় নিজের ভাষার প্রতি সেই শ্রদ্ধা, ভালবাসা টুকুও জন্মাচ্ছে না এখনকার ছেলেমেয়েদের। এবার এই বিষয়েই সরব হলেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নিজের এক্স হ্যান্ডেল থেকে বাংলা ভাষায় নিজের বক্তৃতার একটি অংশ তুলে ধরে এদিন দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘বাংলা ভাষা হল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাতা ভাষা। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে এই ভাষার গৌরব। এমনকি বাঙালি বিয়ে বাড়িতেও দেখা যাচ্ছে হিন্দি গানের প্রাধান্য। তাছাড়া বাংলা টেলিভিশনের সিরিয়াল গুলোতেও এখন গুরুত্ব পাচ্ছে হিন্দি গান।’
আরও পড়ুন: শোচনীয় কোষাগার! অবসরকালীন প্রাপ্য টাকা থেকে বঞ্চিত খেটে খাওয়া পুর কর্মীরা
তিনি বলেন, ‘আজকের দিনে অধিকাংশ ছেলেমেয়েরাই নিজের ভাষাতেই নিজের নাম পরিচয় বলতে পারে না। এই হল শিক্ষিত বাঙালি। বাঙালি এখন তার ছেলেকে আর বাঙালি বানাচ্ছে না।’ শুধু তাই নয়, এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh) আরও দাবি করেন, বাঙালি শুধু নিজের ভাষা নয়, ভুলে যাচ্ছে নিজের সংস্কৃতিও। এদিন তিনি বলেন, শ্রদ্ধা জানানোর সংস্কৃতি যে ‘প্রণাম’ তা ধীরে ধীরে ভুলতে বসেছে বাঙালি। এই প্রণাম শব্দের অর্থ জানে না এখনকার ছেলেমেয়েরা। কিন্তু এই মূল্যবোধ গুলো যদি ছোট থেকে তারা উপলব্ধি করতে না পারে তাহলে কিভাবে তারা নিজের বাবা-মাকে সম্মান করবে?
1.1 Bengali is one of the world's finest languages. Yet, it seems to be fading away from West Bengal itself. At weddings, Hindi songs dominate. Even Bengali television serials now feature Hindi songs. The culture of paying respects (pranam) is being forgotten by Bengalis. pic.twitter.com/5IdUfXS4wt
— Dilip Ghosh (Modi Ka Parivar) (@DilipGhoshBJP) December 23, 2024
সেই সাথে এদিন দিলীপ ঘোষ মনে করিয়ে দিয়েছেন, ‘লস অফ কালচার, লস অফ আইডেন্টিটি। নিজের সংস্কার পাল্টাবেন না। আপনার সংস্কার, আর সংস্কৃতি যদি চলে যায় তাহলে আপনার পরিচয় চলে যাবে। পৃথিবীর বহু দেশ ইতিমধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেছে। সৌভাগ্য বলুন বা দুর্ভাগ্য বলুন বাঙালি বাড়িতে জন্মেছেন আপনি। তাই বাঙালি হিসেবে, বাঙালি সংস্কৃতিকে সংরক্ষণ ও লালন করার জন্য গর্ববোধ করুন।’ যদিও অনেক বাঙালিই বাঙালির গুরুত্ব জানেন না বলেই এদিন দাবি করেছেন দিলীপ ঘোষ।