বাংলাহান্ট ডেস্ক : বড়দিন, নিউ ইয়ার মিলিয়ে এখন বাঙালির উৎসবের মরশুম। শীতের মিঠে রোদ গায়ে মেখে ঘুরতে যেতে কার না ভালো লাগে! সমুদ্র থেকে পাহাড়, জঙ্গল থেকে সাঁওতাল পরগনার ক্যাসুরিনার মাঝে হারিয়ে যেতে বাঙালির থেকে দক্ষ কেউ হয়না। আপনিও যদি এই শীতে দীঘা যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খবর।
দীঘার ট্রেন নিয়ে রেলের (Railway) আপডেট
সৈকত নগরীর পর্যটকদের কথা চিন্তা করে ভারতীয় রেলের (Railway) এই সিদ্ধান্তে সফর হবে আরো আরামদায়ক। পর্যটকদের আরাম-সাচ্ছন্দের দিক চিন্তা করে মাঝেমধ্যেই একাধিক উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। এমনকি বিভিন্ন উৎসবের মরশুমে ভারতীয় রেলের (Railway) তরফ থেকে চালানো হয় বিশেষ ট্রেন।
এবার বড়দিন ও নতুন বছরের ছুটিতে পর্যটকদের দীঘা (Digha) পৌঁছে দিতে বড় সিদ্ধান্ত নিল রেলওয়ে। ছুটির মরশুমে যাত্রীদের জন্য ভারতীয় রেল (Indian Railways) মালদহ টাউন-দীঘা-মালদহ টাউন স্পেশ্যাল ট্রেন (Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। স্পেশাল এই ট্রেন সপ্তাহে একদিন পরিষেবা দেবে যাত্রীদের।
আরোও পড়ুন : ৬০ পেরিয়ে গেছে? মাসে মিলবে ২০ হাজার! দুর্দান্ত স্কিম আছে কেন্দ্রের, টাকা-পয়সা নিয়ে ভাববেন না
পর্যটনের মরশুমে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে ০৩৪৬৫/০৩৪৬৬ মালদহ টাউন-দীঘা-মালদহ টাউন স্পেশ্যাল ট্রেন চালাবে পূর্ব রেল। জানা গেছে, প্রতি শনিবার দুপুর ১ টা ১০ মিনিটে ০৩৪৬৫ মালদহ টাউন – দীঘা স্পেশ্যাল ছাড়বে মালদহ টাউন থেকে। অন্যদিকে, প্রতি রবিবার ভোর ০৫.০০ টায় দীঘা থেকে ছাড়বে ০৩৪৬৬ দীঘা – মালদহ টাউন স্পেশ্যাল।
০৩৪৬৫ মালদহ টাউন – দীঘা স্পেশ্যাল চলবে ২৮ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। ০৩৪৬৬ দীঘা – মালদহ টাউন স্পেশ্যাল চলবে ২৯ ডিসেম্বর ২০২৪ থেকে ২৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এই স্পেশ্যাল ট্রেনটি উভয় দিক থেকেই স্টপেজ দেবে রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক এবং কাঁথি স্টেশনে।