বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন গত ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি (Vinod Kambli)। এদিকে, গত শনিবার তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। এরপর তাঁকে মহারাষ্ট্রের থানে হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসকের দল কাম্বলির চিকিৎসা করছেন এবং তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
কি জানালেন বিনোদ কাম্বলি (Vinod Kambli):
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কাম্বলির (Vinod Kambli) মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। তবে, তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে বলেও খবর মিলেছে। বিগত কয়েক বছর ধরেই কাম্বলি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বেশ কয়েকটি অপারেশনও সম্পন্ন হয়েছে তাঁর। তবে, এবার হাসপাতালে ভর্তি হওয়ার পরে কাম্বলি চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন তাঁদের কারণেই তিনি বেঁচে রয়েছেন।
VIDEO | “We always had a cricketing image of sir (Vinod Kambli) in our mind. So, it inspired us that sir needs us and so, the entire team decide to do something for sir. He keeps telling us about his good memories,” says a doctor at Akruti Hospital. pic.twitter.com/n4OA1aeSGe
— Press Trust of India (@PTI_News) December 23, 2024
চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন: সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে হাসপাতালের বিছানায় শুয়ে কথা বলতে দেখা যায় বিনোদ কাম্বলিকে (Vinod Kambli)। তিনি বলেন, “এখানকার চিকিৎসকদের জন্যই আমি বেঁচে আছি। আমি শুধু এটাই বলব স্যার (ডাক্তার) যা বলবেন, আমি তাই করব।” সচিন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছিলেন যে তেন্ডুলকার লন্ডনে গিয়েছিলেন। তবে তিনি জানতে পারবেন।
আরও পড়ুন: বলিউডের এই গায়কের ওপর রেগে রয়েছেন কোহলি! ইনস্টাগ্রামেও করেছেন ব্লক, কারণ জানলে অবাক হবেন
কাম্বলির অবস্থার উন্নতি হয়েছে: গত শনিবার যখন বিনোদ কাম্বলিকে (Vinod Kambli) হাসপাতালে ভর্তি করা হয় তখন তাঁর শরীরে প্রচণ্ড ব্যথা ছিল। তিনি বসতে বা হাঁটতে পারছিলেন না। এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছেন এবং এই প্রাক্তন ক্রিকেটারকে ডাক্তার ও তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিতেও দেখা গিয়েছে। প্রকাশিত ভিডিওটিতে তাঁকে অত্যন্ত খুশি দেখাচ্ছে। এটাও জানা গিয়েছে যে, কাম্বলির চিকিৎসার খরচ বহন করেছেন তাঁর এক ভক্ত।
আরও পড়ুন: বয়স মাত্র ৩৯! ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি দিলেন বাংলার ক্রিকেটার
বিনোদ কাম্বলির কেরিয়ার: জানিয়ে রাখি যে, বিনোদ কাম্বলি (Vinod Kambli) ১৯৯১ সালে ভারতীয় দলের হয়ে ODI ফরম্যাটে অভিষেক করেছিলেন। এরপর ২০০০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ODI ম্যাচ খেলেন তিনি। কাম্বলি ভারতীয় দলের হয়ে ১৭ টি টেস্ট ম্যাচে মোট ১,০৮৪ রান করেন। যার মধ্যে ৪ টি সেঞ্চুরি এবং ৩ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এছাড়াও, ১০৪ টি ODI ম্যাচে তাঁর ২,৪৭৭ রান রয়েছে।