Banglahunt Social Summit’য়ে সম্মানিত Vlogger সায়ক, জাদুঘরে দাঁড়িয়ে “বিশেষ ঘোষণা” অভিনেতার

বাংলাহান্ট ডেস্ক : ইন্ডিয়ান মিউজিয়াম, মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে বাংলাহান্ট সোশ্যাল সামিট ২০২৪ এ সম্মানিত হলেন জনপ্রিয় অভিনেতা তথা ইউটিউবার সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। ‘মোস্ট লাভড ফ্যামিলি ভ্লগার’ (পাবলিক চয়েস) ক্যাটেগরিতে সেরা সম্মান পেলেন তিনি। অভিনয়ে তো বটেই, কনটেন্ট ক্রিয়েশনেও সম্মানিত হল সায়কের (Sayak Chakraborty) প্রতিভা।

বাংলাহান্ট সোশ্যাল সামিটে পুরষ্কৃত সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)

সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty), বাংলা বিনোদুনিয়ায় এই নামটার পরিচয় আর নতুন করে দিতে লাগে না। ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা তিনি। ঝুলিতে রয়েছে একাধিক সিরিয়ালের স্মরণীয় সব চরিত্র। তাঁর অনবদ্য অভিনয়ের ভক্ত তো সকলে ছিলেনই, কনটেন্ট ক্রিয়েশনের দিক দিয়েও দ্রুত জনপ্রিয়তার সিঁড়িতে উঠছেন সায়ক (Sayak Chakraborty)। আর তাঁর সেই প্রতিভাকেই সম্মানিত করা হল বাংলাহান্ট সোশ্যাল সামিট ২০২৪ এ।

Sayak Chakraborty awarded in banglahunt social summit at indian museam ministry of culture government of india

ছেলের গর্বে গর্বিত মা: অভিনেতা হিসেবে খ্যাতি ছিলই। ইউটিউব সফর শুরু করে আরো এক নয়া পরিচিতি তৈরি করেছেন সায়ক (Sayak Chakraborty)। এবার তাঁর সাফল্যের মুকুটে জুড়ল আরো এক পালক। ইউটিউব ভ্লগে সায়কের পাশে সবসময় দেখা মেলে তাঁর মায়ের। অভিনেতার জীবনে তিনি এক বড় সাপোর্ট সিস্টেম। এদিনও মাকে সঙ্গে নিয়েই অনুষ্ঠানে এসেছিলেন সায়ক (Sayak Chakraborty)। মঞ্চে যখন ছেলে পুরস্কার নিচ্ছেন, মায়ের চোখেমুখে তখন গর্বের উজ্জ্বল হাসি।

আরো পড়ুন : হুইল চেয়ারে বসে ‘সন্তান’ এর শোতে রাজের মা, গাল টিপে দিলেন শুভশ্রী, শাশুড়ির সঙ্গে কেমন সম্পর্ক বউমার?

মঞ্চ থেকে কী জানালেন সায়ক: এদিন মঞ্চে বাংলাহান্ট কে ধন্যবাদ জানিয়ে সায়ক (Sayak Chakraborty) বলেন, “অভিনয় করি, সঙ্গে ডেইলি ভ্লগ।, বাড়িতে মা, খুকু, আমার কুটনি বৌদি, দাদা এঁদের সবাইকে নিয়েই আমার ভ্লগিং চ্যানেল। সবাই খুব খুব ভালোবাসা দিয়েছে’। সঙ্গে তিনি এও জানান, কনটেন্ট ক্রিয়েশনে নজর দিতে গিয়ে সিরিয়ালের দিক থেকে খানিক মুখ ফিরিয়েছিলেন তিনি ঠিকই, তবে আবার নতুন চরিত্রে তাঁকে দেখতে পাবেন দর্শক। সায়ক (Sayak Chakraborty) জানান, স্টার জলসায় একটি নতুন সিরিয়ালে দেখা যাবে তাঁকে। চরিত্রটাও দারুণ। অর্থাৎ আবারো অভিনেতা সায়ককেও দেখতে পাবেন ভক্তরা।

আরো পড়ুন : প্রেম প্রস্তাব দিয়েছিলেন রাহুল, ‘চিরদিনই তুমি যে আমার’ বলতে কত সময় নিয়েছিলেন প্রিয়াঙ্কা?

প্রসঙ্গত, ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছেন সায়ক। সফরটা অবশ্য খুব একটা সহজ ছিল না। নিজের যোগ্যতায় জায়গা করেছেন গ্ল্যামার দুনিয়ায়। চরিত্রের ক্ষেত্রেও করেছেন পরীক্ষা নিরীক্ষা। করুণাময়ী রাণী রাসমণি থেকে মহাপ্রভু শ্রীচৈতন্য বারে বারে ভিন্ন স্বাদের চরিত্রে তুখোড় অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন সায়ক।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর