বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে এবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের (Kolkata Airport) গৌরব ফেরাতে বিরাট পরিকল্পনা গ্রহণ করা হলো। সেই নিয়ে শনিবার কথা বললেন, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু।
কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) নিয়ে কেন্দ্রের নয়া প্ল্যানিং
খুব তাড়াতাড়ি এবার কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে ১০০ টি করে বিমান ওঠানামা করবে বলে জানালেন তিনি। কলকাতা বিমাবন্দরের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানের উদ্বোধনে এসে একথা জানান মন্ত্রী। ইতিহাস বলছে, একটা সময় এই বিমানবন্দর থেকে লন্ডন এবং প্যারিসে সরাসরি উড়ান ছিল বলে মনে জানান কেন্দ্রীয় মন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু বলেন, “১৫টি আন্তর্জাতিক ও ৪৯টি ঘরোয়া উড়ান আছে। আমরা অদূর ভবিষ্যতে কলকাতা থেকে আন্তর্জাতিক এবং ঘরোয়া উড়ানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য কলকাতাকে দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে পরিণত করা। উভয় সেক্টরে প্রতিদিন ১০০ টিরও বেশি উড়ান পরিচালনা করা।”
আরোও পড়ুন : কাকে আড়াল করছে? তিলোত্তমার বিচারের দাবিতে CBI দপ্তরে ‘তালা’ ঝোলাল জুনিয়র ডাক্তাররা
রাজ্যের সমর্থনে প্রতিদিন কলকাতা বিমানবন্দর ব্যবহার করা বিমানের সংখ্যা ২৬৪ থেকে ৪০০ তে উন্নীত হয়েছে। বছরে ২.৬ মিলিয়ন থেকে ৪ মিলিয়নেরও বেশি যাত্রী সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সেই উদ্দেশ্য পূরণের জন্য ২০২৫ সালে নভেম্বরের মধ্যে একটি নতুন টার্মিনাল চালু করা হতে পারে কলকাতা বিমানবন্দরে।
Kolkata Airport (NSCBI) is set to undergo major infrastructure upgrades and various improvements next year. Learn about the expansion plans and more in this thread!
1/n pic.twitter.com/LSUKcvkqqL
— Kolkata Development Index (@KolkataIndex) December 23, 2024
আরোও পড়ুন : করেছেন একাধিক বিয়ে, স্বামীদের ঠকিয়ে হয়েছেন কোটিপতি, “লুটেরি দুলহানের” কান্ড দেখে হতবাক!
শুধু তাই নয়, কলকাতা থেকে আরও বেশি সংখ্যক আন্তর্জাতিক উড়ান (Flight) পরিচালনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন জানান তৃণমূল সাংসদ তথা বিমানবন্দর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সৌগত রায়। জানা গিয়েছে একটি নয়া টার্মিনাল তৈরি হবে কলকাতা বিমানবন্দরে (Netaji Subhash Chandra Bose International Airport)।
সেটি তৈরি হবে পুরনো ডোমেস্টিক টার্মিনাস এবং এয়ার ট্রাফিক সার্ভিস ভবন ভেঙে ফেলে। নতুন টার্মিালটি ‘U’ আকারের হওয়ার পাশাপাশি তাতে থাকবে তিনটি সেকশন। প্রসঙ্গত উল্লেখ্য, জুলাই মাসের শোনা গিয়েছিল, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের জন্যে পাঁচ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে।