বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি। তাঁর হাত ধরেই পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন বাংলার মানুষ। ২০১১ সালে বাংলার সিংহাসনে বসার পর থেকেই বাংলার মুখ উজ্জ্বল করতে নানাবিধ কর্মসূচি গ্রহণ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশেষ করে বাংলার ঐতিহ্যপূর্ণ লোক শিল্পকে বাঁচিয়ে তুলতে বরাবরই তৎপর থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাধারণতন্ত্র দিবসে স্বীকৃতি পেল মমতার (Mamata Banerjee) উদ্যোগ
ইতিমধ্যে বাংলার লোক শিল্পীদের স্বীকৃতি এবং অর্থনৈতিক স্বচ্ছলতা এনে দিতে চালু করেছেন বাংলার লোক শিল্প প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে বাংলার ১ লক্ষ ৮১ হাজার লোকশিল্পী উপকৃত হচ্ছেন। এবার নতুন বছরে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে রাজধানী দিল্লির বুকে যে ট্যাবলো থাকবে সেখানেই দিল্লির রাজপথ আলোকিত করে তুলবে, বাংলার লোকপ্রসার।
বাংলা লোকশিল্পীদের স্বীকৃতি জানাতে এই বিশেষ ট্যাবলো রাখার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ট্যাবলের মাধ্যমে এবার জঙ্গলমহল এবং টেরাকোটা মন্দিরের সঙ্গে যুক্ত ছৌ এবং বাউল সাংস্কৃতিক কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হবে। প্রশাসনিক সূত্রে খবর ইতিমধ্যেই কেন্দ্রের মোদি সরকারের সম্মতি সূচক চিঠি এসে পৌঁছেছে নবান্নে (Mamata Banerjee)।
আরও পড়ুন: ‘সারারাত জেগে কাজ করুন…’ পার্থর বিরুদ্ধে চার্জগঠন নিয়ে বিচারকের ভর্ৎসনার মুখে ED
সেখানে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে দিল্লিতে কারিগর পাঠানোর কথা বলা হয়েছে। যা নিঃসন্দেহে বড় ব্যাপার। যেখানে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র সবসময় রাজ্যের সমালোচনা করে সেখানে এটা একটা বড় প্রাপ্তি বলেই মনে করছেন বাংলার প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তারাও। প্রত্যেক বছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসের একমাস আগে থেকে রাষ্ট্রীয় রঙ্গশালায় শুরু হবে ট্যাবলো নির্মাণের কাজ।
আগামী বছর ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের এই বিশেষ দিনে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে, ‘স্বর্ণময় ভারতের ঐতিহ্য এবং উন্নয়ন’। এবার এই থিমের সঙ্গে সাযুজ্য বজায় রেখেই কি কি মডেল করা যেতে পারে তা নিয়েই ইতিমধ্যেই গত ১১ নভেম্বর থেকে কেন্দ্র মোট ৬টি বৈঠক করে ফেলেছে। সেখানেই বাংলার লোকপ্রসারে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মডেলকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রের মোদী সরকার।