অবশেষে অপেক্ষার অবসান! সামনে এল চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি, কবে-কোথায় রয়েছে ভারতের ম্যাচ?

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা ICC আগামী বছর পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) ২০২৫-এর সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করেছে। এমতাবস্থায়, ভারত-পাকিস্তানের রোমহর্ষক ম্যাচটি কোন মাঠে এবং কখন হবে তা জানার জন্য তুমুল আগ্রহ প্রকাশ করছেন ক্রিকেট অনুরাগীরা।

সামনে এল চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সময়সূচি:

একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান: জানিয়ে রাখি যে, আগামী বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। ICC আগেই জানিয়ে দিয়েছিল যে, হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যেখানে ভারত অন্য একটি দেশে তাদের ম্যাচ খেলবে। সেই ঘোষণা অনুযায়ী নির্ধারিত হয়েছে সূচি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮ টি দলের মধ্যে মোট ১৫ টি ম্যাচ হবে। সবকটি দলকে ২ টি গ্রুপে ভাগ করা হয়েছে। যার মধ্যে গ্রুপ-এ-তে ভারত ও পাকিস্তান রয়েছে। এর পাশাপাশি রয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। যেখানে গ্রুপ-বি-তে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ডকে। সব ম্যাচই হবে দিবারাত্রির।

দেখে নিন সূচি:
১৯ ফেব্রুয়ারি- পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি
২০ ফেব্রুয়ারি- বাংলাদেশ বনাম ভারত, দুবাই
২১ ফেব্রুয়ারি- আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি
২২ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর
২৩ ফেব্রুয়ারি- পাকিস্তান বনাম ভারত, দুবাই
২৪ ফেব্রুয়ারি- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি

আরও পড়ুন: “আমি বেঁচে আছি….”, হাসপাতালে ভর্তি হওয়ার পর সামনে এল কাম্বলির প্রথম প্রতিক্রিয়া, জানালেন….

২৬ ফেব্রুয়ারি- আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর
২৭ ফেব্রুয়ারি- পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি- আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর
১ মার্চ- দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি
২ মার্চ- নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই
৪ মার্চ- সেমিফাইনাল ১, দুবাই
৫ মার্চ- সেমিফাইনাল ২, লাহোর
৯ মার্চ, ফাইনাল, লাহোর (ভারত ফাইনালে উঠলে দুবাইতে খেলা হবে)
১০ মার্চ- রিজার্ভ ডে

আরও পড়ুন: বলিউডের এই গায়কের ওপর রেগে রয়েছেন কোহলি! ইনস্টাগ্রামেও করেছেন ব্লক, কারণ জানলে অবাক হবেন

ভারত ও অস্ট্রেলিয়া ২ বার এই শিরোপা জিতেছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) শেষ মরশুম ২০১৭ সালে সম্পন্ন হয়েছিল। যেখানে ফাইনালে পাকিস্তান ভারতীয় দলকে হারিয়ে শিরোপা জিতেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল ১৯৯৮ সালে। তারপর থেকে ৮ বার এই টুর্নামেন্ট খেলা হয়েছে। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হবে। এই টুর্নামেন্টে ভারত ও অস্ট্রেলিয়া সর্বোচ্চ ২ বার করে এই শিরোপা জিতেছে। ভারতীয় দল ২০০২ সালে প্রথমবার শ্রীলঙ্কার সাথে যৌথভাবে এই শিরোপা জিতেছিল। এরপর ২০১৩ সালে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে ভারত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর