বাংলাহান্ট ডেস্ক : ভারতের অন্যতম সেরা বিমান পরিষেবা প্রদান করে থাকে এয়ার ইন্ডিয়া (Air India)। এবার এয়ার ইন্ডিয়ার (Air India) তরফ থেকে পড়ুয়াদের জন্য নিয়ে আসা হলো এক বিশেষ সুযোগ বা অফার। দেশের ছাত্র-ছাত্রীদের (Student) জন্য ভাড়ার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।
Air India নিয়ে এল দুর্দান্ত অফার
শুধু তাই নয়, দশ শতাংশ বেশি লাগেজ নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে উঠতে পারবে ছাত্র-ছাত্রীরা বলে জানা গিয়েছে বিমান সংস্থার তরফে। মোবাইল টিকিট বুকিং অ্যাপ সহ এয়ার ইন্ডিয়ার টিকিট বুকিং কাউন্টার থেকে পাওয়া যাবে এই বিশেষ ছাড়ের সুযোগ। ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস কেবিনে ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ সুবিধা মিলবে বলে জানা গিয়েছে এয়ার ইন্ডিয়া সূত্রে।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে, তাঁদের দেওয়া এই নতুন সুযোগের সদ্ব্যবহার করে কোনরকম ঝামেলা ছাড়াই অতি সহজে এয়ার ইন্ডিয়ার বিমানে যাতায়াত করতে পারবে ছাত্রছাত্রীরা। বিদেশ যাত্রার ক্ষেত্রেও এই বিশেষ ছাড় মিলবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। মূলত শিক্ষামূলক ভ্রমণের কথা ভেবেই এয়ার ইন্ডিয়া তরফে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরোও পড়ুন : মমতার থিমে সায় দিল মোদী সরকার! প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাস্তায় থাকবে বাংলার ট্যাবলোও
বিমানের (Flight) ভাড়া (Fare) এবং লাগেজের (Luggage) ক্ষেত্রে ১০ শতাংশ ছাড়ের কারণে যথেষ্ট উপকৃত হবেন পড়ুয়ারা। এয়ার ইন্ডিয়ার পরিষেবা রয়েছে দেশের বিভিন্ন অংশে। শুধু তাই নয় ৪২ টি দেশের সরাসরি পৌঁছে যায় এয়ার ইন্ডিয়ার বিমান। আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়াতেও এবার খুবই সহজে পৌঁছে যেতে পারবে পড়ুয়ার।
ভারতের মধ্যে যদি কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে এয়ার ইন্ডিয়ার মোবাইল অ্যাপ থেকে প্লেনের টিকিট বুকিং করলে ৩৯৯ টাকা ছাড় মিলবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে বুকিং করতে গেলে ৯৯৯ টাকা ছাড় পাবেন ছাত্র-ছাত্রীরা। পড়ুয়ারা নিজেদের ভাড়া দিতে পারবেন ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট এবং ডেবিট কার্ড দিয়েও। সব মিলিয়ে প্রায় ২৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবে পড়ুয়ারা। একথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া।