সর্বনাশ! নতুন বছরেই বন্ধ হবে WhatsApp, জোর ধাক্কা ইউজারদের!

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনে সমাজ মাধ্যমের বিরাট প্রভাব রয়েছে। সোশ্যাল মিডিয়া ছাড়া মানুষ এক সেকেন্ডও পরিকল্পনা করতে পারেন। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। সকলের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এই অ্যাপে লিপিবদ্ধ করা থাকে। শুধু তথ্যই নয়, দূরদূরান্তে বসে থাকা ব্যক্তিদের সাথেও কথা বলা যায় এই অ্যাপের মাধ্যমে। যার ফলে দৈনন্দিন জীবনে হোয়াটসঅ্যাপের গুরুত্ব অপরিসীম। কিন্তু এবার শোনা যাচ্ছে, বহুলব্যবহৃত এই প্ল্যাটফর্ম, অর্থাৎ হোয়াটসঅ্যাপ ২০২৫ সালের ১লা জানুয়ারি থেকেই বন্ধ হতে চলেছে।

২০২৫এর ১লা জানুয়ারি থেকে কেন বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp):

হোয়াটসঅ্যাপের (WhatsApp) পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। তবে সব অ্যান্ড্রয়েড ফোনে এই পরিষেবা বন্ধ করা হচ্ছে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরনো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে। যেমন কিটক্যাট বা তারও আগে ফোনে যে অপারেটিং সিস্টেম ছিল, বিশেষত সেই মডেলগুলিতেই পরিষেবা বন্ধ হতে চলেছে। অর্থাৎ ৮ থেকে ৯ বছরের পুরনো অ্যান্ড্রয়েড সিস্টেমের ফোনগুলিতে আর হোয়াটসঅ্যাপ চলবে না। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন অ্যান্ড্রয়েড সিস্টেমে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে?

WhatsApp will stop working from January 1, 2025

কোন কোন অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ (WhatsApp) বন্ধ হতে চলেছে দেখুন তালিকা:

Samsung-এর মডেল:

১) গ্যালাক্সি এস ৩
২) গ্যালাক্সি নোট ২
৩) স্যামসাং গ্যালাক্সি এসিই৩
৪) স্যামসাং গ্যালাক্সি এস৪ মিনি

মোটোরোলা কোন কোন মডেলে হোয়াটসঅ্যাপ (WhatsApp) পরিষেবা বন্ধ হতে চলেছে?

১) মোটোরোলা মোটো জি (প্রথম জেনারেশন)
২) রেজার এইচডি
৩) মোটো ই ২০১৪
৪) এইচটিসি ওয়ান এক্স
৫) এইচটিসি ওয়ান এক্স প্লাস
৭) ডিজায়ার ৫০০
৮) ডিজায়ার৬০১

whatsapp 6

এলজি-র মডেল:

১) অপটিমাস জি
২) নেক্সাস ৪
৩) জি২ মিনি
৪) এল ৯০

আরও পড়ুনঃ অবিশ্বাস্য ছাড়! সঙ্গে এবার বিমানে উঠলে মিলবে বাড়তি সুবিধা! দুর্দান্ত ঘোষণা Air India

সোনি সংস্থার মডেল:

১) এক্সপেরিয়া জেড
২) এক্সপেরিয়া এসপি
৩) এক্সপেরিয়া টি
৪) এক্সপেরিয়া ভি

আরও পড়ুনঃ সাতটি পেল্লাই সাইজের ১৪০ ক্যারাটের হীরে! বিশ্বের অন্যতম দামী গয়নায় ঝলমল করলেন প্রিয়াঙ্কা, দাম কত জানেন?

শুধু অ্যান্ড্রয়েড সেটেই বন্ধ হচ্ছে না পাশাপাশি এই তালিকায় রয়েছে আইফোনও। আইফোনের মডেলের মধ্যে হচ্ছে আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস। সব মিলিয়ে একগুচ্ছ মডেলে হোয়াটসঅ্যাপ (WhatsApp) পরিষেবা বন্ধ হতে চলেছে। তাই আজই সাবধান হয়ে যান নইলে নতুন বছর থেকে সমস্যায় পড়তে হতে পারে আপনাদের। এমনকি নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানানোও হবে মুশকিল।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর