বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরের শুরুতেই চার হাত এক হয়েছিল অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj Mullick)। তবে বিয়ের আট মাসের মাথায় নভেম্বরেই ভূমিষ্ঠ হয়েছে অভিনেতা কাঞ্চন-শ্রীময়ী জুটির একরত্তি কন্যা সন্তান কৃষিভি। যা নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়েছে সমাজমাধ্যম থেকে শুরু করে গোটা বিনোদন জগৎ।
বিধানসভায় সন্তান প্রসবের বিল দিতেই চর্চায় কাঞ্চন (Kanchan Mullick)
আর এবার চর্চায় কাঞ্চনের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হাসপাতালের খরচের অংক। সম্প্রতি বিধানসভায় জমা দেওয়া হয়েছে কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) কন্যা সন্তান জন্মানোর হাসপাতালের বিল। যা দেখে জানা যাচ্ছে সন্তান জন্ম দেওয়ার পর হাসপাতালে শ্রীময়ীর বিল হয়েছিল ৬ লক্ষ টাকা। ইতিমধ্যেই সেই বিল জমা পড়েছে বিধানসভায়।
আর তারপরেই টাকার অংক দেখে চোখ কপালে ওঠার জোগাড় সকলের। এমনকি এ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন খোদ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সাধারণত নিয়ম অনুযায়ী বিধায়ক বা তার স্ত্রীর হাসপাতালের বিল বিধানসভায় জমা দিলে সেই টাকা ফেরত পান তারা। এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে দেখা গেছে বহু বিধায়কের জটিল রোগের চিকিৎসার খরচ দিয়েছে বিধানসভা।
আরও পড়ুন: বড়দিনে কেমন থাকবে আবহাওয়া? বুধের আগাম বড় আপডেট দিল হাওয়া অফিস
সাধারণত মেডিকেল বিলের ক্ষেত্রে খরচের কোন ঊর্ধ্বসীমা থাকে না। শুধুমাত্র চশমার খরচের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বাঁধা হয়েছে পাঁচ হাজার টাকা। কিন্তু তারপরেও সন্তান ডেলিভারির বিল ৬ লক্ষ টাকা হওয়ায় তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। জানা গেছে যে বেসরকারি হাসপাতালে শ্রীময়ী ভর্তি হয়েছিলেন তার জন্য হাসপাতালের খরচ হয়েছে দু লক্ষ টাকা।
আর চিকিৎসকের খরচ ৪ লক্ষ টাকা। এই নিয়েই এবার চর্চায় কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। এই বিরাট খরচের পরিমাণ দেখে এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিল খতিয়ে দেখা হচ্ছে। আরও কিছু জিজ্ঞাসা থাকলে বিধায়ককে ডেকে জেনে নেওয়া হবে। এমনকি তিনি জানিয়েছেন প্রয়োজন পড়লে হাসপাতালে যোগাযোগ করার পাশাপাশি, প্রয়োজনে চিকিৎসককে ডেকেও জিজ্ঞাসা করা হবে।