বাংলাহান্ট ডেস্ক : ভারতে (India) তৈরি ১১ টি ওষুধের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভিয়াট্রিসের ভারতীয় (India) কারখানায় তৈরি হওয়া ১১ টি ওষুধের উপরে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, মার্কিন নিয়ম না মেনে ওষুধ তৈরি করার অভিযোগে বন্ধ করা হয়েছে আমদানি। এই মর্মে একটি সতর্কীকরণ চিঠিও ইস্যু করা হয়েছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষের তরফে।
ভারতে (India) তৈরি ওষুধে নিষেধাজ্ঞা আমেরিকার
মধ্যপ্রদেশের ইন্দোরে (India) রয়েছে মার্কিন সংস্থা ভিয়াট্রিসের ওষুধের কারখানা। সেখানে নাকি পরিদর্শনে গিয়েছিলেন মার্কিন আধিকারিকরা। তারপরেই অভিযোগ ওঠে, মার্কিন নিয়ম মেনে নাকি তৈরি হচ্ছে না ওষুধ। ঠিক কোন নিয়ম লঙ্ঘিত হয়েছে বা কোন ১১ টি ওষুধের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়।
সতর্কীকরণ চিঠি ইস্যু হয়েছে: ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভিয়াট্রিসের তরফে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করা হলেও ইউএস এফডিএ এর সতর্কীকরণ চিঠির কথা জানানো হয়েছে। সংস্থার প্রকাশিত বিবৃতি অনুযায়ী, উল্লিখিত ১১ টি ওষুধের আমদানির ক্ষেত্রে ইস্যু হওয়া চিঠি যতদিন না এফডিএ এর তরফে প্রত্যাহার করা হচ্ছে, ততদিন আমেরিকায় আমদানি বন্ধ থাকবে।
আরো পড়ুন : সাতটি পেল্লাই সাইজের ১৪০ ক্যারাটের হীরে! বিশ্বের অন্যতম দামী গয়নায় ঝলমল করলেন প্রিয়াঙ্কা, দাম কত জানেন?
শর্তসাপেক্ষে আমদানিতে অনুমতি: তবে নিষেধাজ্ঞা জারি হয়েছে ঠিকই, কিন্তু আমদানি আচমকা বন্ধ হয়ে যাওয়ায় বাজারে সংস্লিষ্ট ওষুধের ঘাটতি দেখা দিতে পারে। এ বিষয়েও ওয়াকিবহাল ইউএস এফডিএ। তাই শর্তসাপেক্ষে ৪ টি ওষুধের (India) আমদানিতে অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর। আলোচনার পর শর্তসাপেক্ষে আরো কিছু ওষুধে ছাড় দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভিয়াট্রিস।
আরো পড়ুন : Banglahunt Social Summit’য়ে সম্মানিত Vlogger সায়ক, জাদুঘরে দাঁড়িয়ে “বিশেষ ঘোষণা” অভিনেতার
মার্কিন সংস্থাটির তরফে আরো জানানো হয়েছে, এফডিএ এর ইস্যু করা চিঠির জবাবও তারা দিয়েছে। পাশাপাশি ইন্দোরের কারখানা সংক্রান্ত ব্যবস্থাও গ্রহণ করেছে তারা। নিয়মাবলীর দিকে নজর রাখতে নিয়োগ করা হয়েছে তৃতীয় পক্ষকে। উল্লেখ্য, ইন্দোর সহ ভারতের চারটি জায়গায় ওষুধের কারখানা রয়েছে এই সংস্থার। ডায়াবেটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ তৈরি হয় এই কারখানাগুলিতে।