OMG! এয়ারপোর্টে ১০ টাকায় চা! জলের দরে মিলবে এই খাবারও! এতো সোনায় সোহাগা বিমানযাত্রীদের

বাংলাহান্ট ডেস্ক : যে কোন জিনিসপত্র হোক বা খাবার, বিমানবন্দরে সেসব কিনতে গেলেই পকেট ফাঁকা হওয়ার উপক্রম হয়। আবার, লাউঞ্জ অ্যাক্সেস করে খাওয়ার সুযোগও সব সময় হয় না। চা, কফি হোক বা জল খেতে গেলেও যথেষ্টই দাম পড়ে যায়। এবার কলকাতা বিমানবন্দরে (Netaji Subhash Chandra Bose International Airport) চা মিলবে ১০ টাকায়।

kolkata airport 1

শুধু তাই নয়, মিলবে মুখরাচক খাবার তাও আবার সস্তায়। কয়েকদিন আগে সংসদে বিষয়টি নিয়ে সুর চড়িয়েছিলেন আম আদমি পার্টির (Aam Aadmi Party) সাংসদ রাঘব চাড্ডা। সাশ্রয়ী মূল্যের “উড়ান যাত্রী ক্যাফে” (Udan Yatri Cafe) যাতে চালু করা হয়, তার জন্য কেন্দ্রের কাছে দাবি জানান সাংসদ রাঘব চাড্ডা।

সাশ্রয়ী মূল্যের “উড়ান যাত্রী ক্যাফে”র (Udan Yatri Cafe) সূচনা

এই প্রজেক্ট সরকারের তরফে করা থাকলেও কেন তা চালু হয়নি, এই নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে প্রশ্ন তোলেন রাঘব। এরপর জানা গেল, প্রথম উড়ান যাত্রী ক্যাফে (Udan Yatri Cafe) চালু করা হয়েছে কলকাতা বিমানবন্দরে। সেখানে সাশ্রয়ী মূল্যে মিলবে চা, জল এবং জলখাবার। আপ সাংসদ এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলের শেয়ার করেন।

Udan Yatri Cafe

তিনি লিখেছেন, “এই পরিবর্তনটি তৈরি হতে দেখে আনন্দিত! আমি সংসদের এই শীতকালীন অধিবেশনে বিমানবন্দরে খাবারের সামর্থ্যের বিষয়টি তুলে ধরার পরে, কলকাতা বিমানবন্দরে চায়ের দাম কমানো হয়েছে। এটি আমাদের নাগরিকদের জন্য একটি জয়, এবং আমি অনুঘটক হিসেবে গর্বিত। এই পরিবর্তন আশা করি আরও বিমানবন্দরগুলি এই উদাহরণ অনুসরণ করবে এবং পরবর্তী অধিবেশনে আমি কোন সমস্যাগুলি উত্থাপন করব আপনারা জানান।”

রাঘব চাড্ডা সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থিত হয়ে বলেন, “এমনিতেই বিমানের ভাড়া আকাশছোঁয়া, এরপর সেখানে জলের বোতলের দাম ১০০ টাকা, চায়ের দাম ২০০ থেকে ২৫০ টাকা। সরকার কি বিমানবন্দরে সাশ্রয়ী মূল্যের ক্যান্টিন স্থাপন করতে পারে না?” এছাড়াও বিমানবন্দর গুলির সঠিক ব্যবস্থাপনা না থাকা নিয়েও সমালোচনা করেন তিনি। সামাজিক মাধ্যমে তাঁর মন্তব্য বেশ ভাইরাল হয়।

আরোও পড়ুন: ৪.৫ বছর আগে হয়েছিল নিষিদ্ধ! আম্বানির হাত ধরে ভারতে প্রত্যাবর্তন করতে প্রস্তুত এই চিনা কোম্পানি

প্রসঙ্গত, পাইলট প্রকল্প হিসেবে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক ‘উড়ান যাত্রী ক্যাফে’ (Udan Yatri Cafe) চালু করার কথা ঘোষণা করেছে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। এই প্রজেক্ট সফল হলে, অন্যান্য বিমানবন্দরগুলিতেও এই একই পরিষেবা চালু করা হবে বলে জানা গেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর