বাংলা হান্ট ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টালে শুরু নতুন বছর। নতুন বছর মানে জীবনকেও নতুন করে শুরু করা। তবে আপনার জীবনে ভালো-মন্দ অনেকটাই নির্ভর করে জ্যোতিষশাস্ত্রের (Astrology) উপর। কারণ জ্যোতিষ শাস্ত্রে অনুসারে, গ্রহদের স্থান পরিবর্তন যেমনভাবে ঘটবে তার উপর নির্ভর করেই আপনার ভাগ্য বদলাবে। আর ২০২৫ সালে ছায়া গ্রহ রাহুর (Rahu) কৃপায় ৪ রাশির ভাগ্যের আমূল পরিবর্তন ঘটতে চলেছে।
জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী রাহুর আশীর্বাদে প্রভাবিত হবে ৪ রাশি:
যদিও গ্রহদের মধ্যে আমাদের জীবনে রাহুর (Rahu) প্রভাব সবচেয়ে বেশি ক্ষতিকর হয়ে ওঠে। কিন্তু সর্বদা কুপ্রভাব ফেলে এমনটা কিন্তু নয়। রাহুর গমন অনেক সময় মানব জীবনে সুপ্রভাবও ফেলে থাকে। আর এবার ২০২৫-এ ছায়া গ্রহ রাহু স্থান পরিবর্তন করতে চলেছে। নতুন বছরে ১৮ই মে দীর্ঘ ১৮ বছর পর রাহু শনির রাশি কুম্ভতে প্রবেশ করবে। ওই বছরের শেষ পর্যন্ত এই রাশিতেই থাকবে এই গ্রহ। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, শনির রাশিতে রাহু প্রবেশ করায় ৪ রাশির ভাগ্যের তুমুল পরিবর্তন।
কোন ৪ রাশির ভাগ্য বদলাতে চলেছে?
১) বৃষ রাশি: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে রাহুর গোচরে বৃষ রাশির জাতক-জাতিকারা শুভ ফল পেতে চলেছেন। দীর্ঘদিনের ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়িত হবে। বাজারে আটকে থাকা টাকা পাবেন ফেরত। শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষায় সফলতা পাওয়ার যোগ রয়েছে। পরিবারে সকলের সাথে সম্পর্ক আরো মজবুত হবে। দাম্পত্য জীবনেও আসবে সুখ। এমনকি রাহুর কৃপায় আপনার স্বাস্থ্যের উন্নতি হবে পাশাপাশি ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারবেন।
২) কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাবেন। মানসিক শান্তি আসবে। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ উপার্জনের উৎস তৈরি হবে, পাশাপাশি সঞ্চয়ও করতে পারবেন। এই সময় নতুন কিছু শুরুর রিকল্পনা থাকলে, শুরু করতে পারেন। এতে করে লাভ হওয়ার যোগ রয়েছে।
আরও পড়ুনঃ দিলজিৎ তো কোন ছাড়, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অরিজিৎ, সব সীমা ছাড়াল মুম্বই শোয়ের টিকিট মূল্য
৩) ধনু রাশি: নতুন বছরে রাহুর কৃপায় আপনারাও সুফল পাবেন। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে এই সময় চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। অর্থ উপার্জনেরও বিভিন্ন সুযোগ আসতে পারে। সবচেয়ে বেশি লাভবান হবেন ব্যবসায়ীরা। আগের তুলনায় ব্যাংক ব্যালেন্স বাড়বে। রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরাও এই সময় সুখ্যাতি লাভ করতে পারেন। পারিবারিক সমস্যা মিটবে, সাথে সংসারেও ফিরবে সুখ শান্তি।
৪) কুম্ভ রাশি: সবচেয়ে বেশি লাভবান হবেন কুম্ভ রাশি জাতকেরা। ১৮ বছর পর এই রাশিতে গমন করায় বিভিন্ন দিকে সফলতা পাবেন। চাকরিজীবীদের পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধি পেতে পারে। রাহুর গোচর ব্যবসায়ীদের ভাগ্যে আমূল পরিবর্তন আনতে চলেছে। লাভের সাথে বড় বড় সংস্থার সাথে কাজের সুযোগ আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরীক্ষার্থীরা সুফল পেতে পারেন। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, এই সময় আপনার ভ্রমণেরও যোগ রয়েছে। সবমিলিয়ে ২০২৫-এ এই ৪ রাশির জীবন দারুণভাবে কাটতে চলেছে।
(প্রতিবেদনটি জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভর করে লেখা হয়েছে, এর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)