বিয়ের পর পদবী বদলে হয়েছেন খান, কিন্তু বদলাননি হিন্দু ধর্ম, শাহরুখকে কী শর্ত দিয়েছিলেন গৌরি?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের অত্যন্ত জনপ্রিয় জুটি শাহরুখ খান এবং গৌরি খান (Gauri Khan)। ভালোবাসা যে বয়স, জাত পাত কিছুই দেখে না, তাঁদের সম্পর্কই তার সবথেকে বড় প্রমাণ। অনেক ছোট বেলায় দুজনের পরিচয়। তারপর দীর্ঘদিনের প্রেম, শেষে বিয়ে। তবে বলার মতো সহজ ছিল না সবকিছু। সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল দুজনের ভিন্ন ধর্ম। পারিবারিক, সামাজিক বাধা কাটিয়ে এক হয়েছিলেন তাঁরা। তবে বিয়ের পর গৌরি (Gauri Khan) কখনোই নিজের ধর্ম পরিবর্তন করেননি।

বিয়ের পর ধর্ম বদলাননি গৌরি (Gauri Khan)

এ বিষয়ে কফি উইথ করনে একবার খোলাখুলি ভাবে কথা বলেছিলেন গৌরি। ছিব্বর থেকে খান হলেও ধর্ম বদলাননি গৌরি (Gauri Khan)। এ বিষয়ে তিনি বলেছিলেন, তিনি ধর্ম পরিবর্তন করেননি। তবে তিনি শাহরুখের ধর্মকে সম্মান করেন। তেমনি অভিনেতাও তাঁর ধর্মকে সম্মান করেন। প্রত্যেকের নিজস্ব ব্যক্তিসত্ত্বা রয়েছে বলেই মনে করেন গৌরি।

Gauri khan didn't changed religion after marrying shahrukh

ছেলেমেয়েদের ধর্ম নিয়ে অকপট: গৌরি (Gauri Khan) আরো বলেছিলেন, ছোটবেলাতেই নিজের বাবা মাকে হারান শাহরুখ। তাই তাঁদের মাথার উপরে গুরুজনের হাত পড়েনি অভিনেতার দিক দিয়ে। বাড়িতে সমস্ত হিন্দু উৎসব পালনের দায়িত্ব গৌরিই (Gauri Khan) নিতেন। ছেলেমেয়েদের উপরে হিন্দু ধর্মের প্রভাবের কথা বলতে গিয়ে গৌরি জানিয়েছিলেন, আরিয়ান নাকি শাহরুখকে খুব মেনে চলেন। তাই তিনি ইসলাম ধর্মই বেছে নিয়েছিলেন। গৌরি (Gauri Khan) আরো জানান, আরিয়ান যখন নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়েছিলেন তখন তাঁর মা অবাক হয়েছিলেন।

আরো পড়ুন : এয়ারপোর্টে ফোন ধরিয়ে দেয় একজন… দুবার মুখোমুখি সাক্ষাৎ দাউদের সঙ্গে! কেমন ছিল ঋষি কাপুরের অভিজ্ঞতা?

কম বয়সে আলাপ দুজনের: শাহরুখ গৌরির (Gauri Khan) যখন দেখা হয় তখন দুজনের বয়স ১৮ বছর আর ১৪ বছর। একাধিক বার শাহরুখের প্রেম প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন গৌরি। তবে শেষমেষ হ্যাঁ বলতেই হয়েছিল তাঁকে। শাহরুখ গৌরি (Gauri Khan) জানতেন, আইনি বিয়ের সিদ্ধান্ত নিলেই সমাজে কথা শুরু হবে। তাই বুদ্ধি করে নিজের বাড়ির নয়, বরং বন্ধুর বাড়ির ঠিকানা দিয়েছিলেন শাহরুখ।

আরো পড়ুন : ‘মনে হচ্ছিল আল্লু অর্জুনের কোলেই…’, পুষ্পা ২ এর শুটিংয়ে চূড়ান্ত অস্বস্তি! বিষ্ফোরক রশ্মিকা

তাঁরা যে মুহূর্তে আইনি বিয়ের সিদ্ধান্ত নেন তখনই সেই বাড়ির সামনে জড়ো হয় বহু মানুষ। জুতো, ইঁট পড়তে থাকে বাড়িতে। তবে ততক্ষণে বিয়ে হয়ে গিয়েছিল শাহরুখ গৌরির (Gauri Khan)। বিয়ের পর কখনোই গৌরিকে ধর্ম বদলানোর কথা বলেননি অভিনেতা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর