বাংলা হান্ট ডেস্কঃ বছর প্রায় শেষ। এবার নতুন বছরের আগেই এক ধাক্কায় ৭ শতাংশ পর্যন্ত DA বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যার জেরে উপকৃত হবেন সে রাজ্যের কর্মরত লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। এদিকে এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর এই সময় মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা হলেও এবারে কোনো সুখবর মেলেনি আপাতত।
এরই মাঝে পড়শী রাজ্যে বাড়ল মহার্ঘ ভাতা। সূত্রের খবর অনুযায়ী, ক্যাবিনেট পঞ্চম কেন্দ্রীয় বেতন স্কেল প্রাপ্ত কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, ষষ্ঠ কেন্দ্রীয় বেতন স্কেল প্রাপ্ত পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৭ শতাংশ বৃদ্ধি করেছে।
সম্প্রতি বিহারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, সেখানে পঞ্চম বেতন স্কেল প্রাপ্ত কর্মচারী ও পেনশনভোগীরা ৪৪৩ শতাংশের পরিবর্তে ৪৫৫ শতাংশ পাবেন এবং ষষ্ঠ কেন্দ্রীয় পে স্কেল প্রাপ্ত কর্মচারী এবং পেনশনভোগীরা ২৩৮ শতাংশের পরিবর্তে ২৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। এই সুবিধা ১ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হবে।
একদিকে যখন কেন্দ্রের সাথে তালে তাল মিলিয়ে, সরকারি কর্মীদের কথা মাথায় রেখে একাধিক রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হাঁটছে সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যা নিয়ে সন্তুষ্ট নয় বলে এখনও চলছে বাংলার সরকারি কর্মীদের আন্দোলন।
আরও পড়ুন: বড়দিনেও ঝেঁপে বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভাসবে? আবহাওয়ার মেগা আপডেট
দীর্ঘ সময় থেকে কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবি তুলে আসছেন বাংলার সরকারি কর্মীরা। যদিও সরকার তাদের দাবিতে মান্যতা দেয়নি। বর্তমানে হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে জল গড়িয়েছে ডিএ মামলার। আগামী বছর জানুয়ারি মাসে সেই শুনানি রয়েছে শীর্ষ আদালতে। এবার সর্বোচ্চ আদালত কী রায় দেয় সেটাই দেখার।