কোটি কোটি বাজেয়াপ্ত করতে শুরু করল ED, নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট মোড়, বিপাকে লিপস অ্যান্ড বাউন্ডস

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির সূত্র ধরে বহুবার শিরোনামে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) নাম। আগেই এই সংস্থার আটটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্ত মামলায় অভিষেকের সংস্থার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি (ED)।

মঙ্গলবার আদালতে ইডি জানিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর দু’কোটি ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। দিল্লিতে ‘অ্যাডজুকেটিং অথরিটি’ (সংশ্লিষ্ট মন্ত্রক)-র কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে, এই অ্যাকাউন্টে সরাসরি নিয়োগ দুর্নীতির টাকা জমা পড়েছিল।

সম্প্রতি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা ইডি। রিপোর্টে অনুযায়ী, সেই চার্জশিটের শুরুতেই আছে লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। দাবি, শুধুমাত্র খাতায় কলমে ব্যবসা হওয়া সত্ত্বেও এক সাইকেল সংস্থা সহ মোট ৫ সংস্থার থেকে কয়েক কোটি টাকা পেয়েছে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডস।

ED চার্জশিটে দাবি, বৈদ্যুতিক কেটলি, চশমা এবং কার্ডের ব্যবসা সংক্রান্ত ইনভয়েস দেখিয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস। দেখানো হয়েছে সূত্রে টাকা পেয়েছে সংস্থা। এই ইসুতেই চার্জশিটে এক লক্ষ্মী সাইকেল প্রাইভেটের মালিকের বয়ান দিয়ে ইডি জানিয়েছে ওই মালিক নাকি জানিয়েছেন, তার সংস্থার অ্যাকাউন্ট থেকে লিপস অ্যান্ড বাউন্ডসের কাছে টাকা গিয়েছে ঠিকই। তবে কোনও ব্যবসা হয়নি তাদের মধ্যে।

চার্জশিটে দাবি, এই লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড থেকে ১ কোটি ৩৪ লক্ষ ৪ হাজার ৬৮১ টাকা ঢুকেছে অভিষেকের সংস্থায়। সব মিলিয়ে ৪টি সংস্থা থেকে ২ কোটি ৮৩ লক্ষ ২৬ হাজার ৪৩৫ টাকা ঢুকেছে। লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড ছাড়াও নবীন এন্টারপ্রাইজ থেকে ১ কোটি ২৪ লক্ষ ৬৭ হাজার ১৯৭ টাকা, এগজটিক ইনভেনশন এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা থেকে প্রায় ১৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং ইন্টিগ্রেটেড ইনভেনশন ট্রেডিং সংস্থা থেকে ১০ লক্ষ ৪ হাজার ৫৫৮ টাকা তোলা হয়েছে।

‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর ওই একটি অ্যাকাউন্টে (যে অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে) ব্যবসায় ভুয়ো ইনভয়েসের মাধ্যমে টাকা জমা পড়ত বলে চার্জশিটে জানিয়েছে ইডি। বলা হয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু সক্রিয় ভাবে ওই লেনদেনের প্রক্রিয়া দেখভাল করতেন। আগেই সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হয়েছে ইডির হাতে।

Laxman Seth

আরও পড়ুন: আচমকাই DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের! কত শতাংশ? বছর শেষে সুখবর

উল্লেখ্য, বর্তমানে ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের মা, বাবা এবং স্ত্রী। তবে প্রাথমিকভাবে তিনিই ছিলেন লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর। ২০১৪ সালে যখন তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট থেকে লড়তে ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। বর্তমানে তিনি লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর