বাংলা হান্ট ডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হতে চলা ভারত (Team India) এবং অস্ট্রেলিয়ার মধ্যে বক্সিং ডে টেস্টের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য ইতিমধ্যেই নিজেদের প্লেয়িং ইলেভেন ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান দল। তবে, টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনের নাম এখনও প্রকাশ করা হয়নি। যদিও, অধিনায়ক রোহিত শর্মার একটি নতুন পরিকল্পনা অবশ্যই প্রকাশ্যে এসেছে।
মেলবোর্ন টেস্টে জিততেই হবে ভারতকে (Team India):
আসলে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৃষ্টিকোণ থেকে, যেকোনও মূল্যে এই ম্যাচটি জেতা ভারতের (Team India) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, অধিনায়ক রোহিত শর্মা এবার বড় পদক্ষেপ নিয়েছেন। যেটি চতুর্থ টেস্টেই দেখা যাবে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
ওপেন করতে পারেন রোহিত: প্রথমেই জানিয়ে রাখি যে এই সিরিজের প্রথম টেস্টে উপস্থিত ছিলেন না রোহিত শর্মা। সেখানে টিম ইন্ডিয়ার (Team India) ওপেনার হিসেবে কেএল রাহুল ও যশস্বী জয়সওয়ালের জুটি অসাধারণ ব্যাটিং করেন। তাই দলে ফেরার পর ওপেনিংয়ে কোনও পরিবর্তন করেননি তিনি। বরং, ৬ নম্বরে ব্যাট করতে দেখা গেছে রোহিতকে। কিন্তু শেষ ২ ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল খুবই খারাপ। তিনি ৩ ইনিংসে ৬.৩৩ গড়ে মাত্র ১৯ রান করেন। এদিকে, মেলবোর্নের পিচ ব্যাটিংয়ের জন্য একটু সহজ হতে পারে। এমন পরিস্থিতিতে আবার নিজের আসল অবস্থানে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত।
আরও পড়ুন: আর নেই চিন্তা! যাত্রীদের জন্য দুর্দান্ত পদক্ষেপ নিতে চলেছে রেল, মিলবে এই বড় সুবিধা
এই প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, যশস্বী জয়সওয়ালের সাথে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে রোহিতকে। রিপোর্টে বলা হয়েছে, নতুন বলের পর ওই পিচে রান করা সহজ হবে। শুরুতে কিছুটা সময় ধরে খেলতে পারলে ফর্মে ফিরতে পারেন তিনি। এদিকে, রোহিতের জায়গায় ওপেনিং করা রাহুলকে শুভমান গিলের পরিবর্তে ৩ নম্বরে পাঠানো যেতে পারে। যদিও, ওপেনিং করতে গিয়ে এখনও পর্যন্ত সিরিজে দারুণ ব্যাটিং করেছেন রাহুল। তিনি ৪৭ গড়ে ২৩৫ রান করেছেন। যার মধ্যে ২ টি হাফ-সেঞ্চুরিও রয়েছে। তবে, সামগ্রিকভাবে এই সিরিজে সবচেয়ে বেশি রান করা ব্যাটার হিসেবে বিবেচিত হচ্ছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড (৪০৯ রান)।
আরও পড়ুন: আজব কাণ্ড! মাঝ রাস্তায় পথ ভুলে অন্য স্টেশনে পৌঁছে গেল বন্দে ভারত, শুরু তুমুল হইচই
দুই স্পিনার নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া: মেলবোর্নের মাঠে স্পিনাররা দারুণ সাহায্য পান। ম্যাচের চতুর্থ এবং পঞ্চম দিনে তাঁদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পিচ ভাঙার পর তাঁরা ব্যাটারদের ওপর আধিপত্য বিস্তার করেন। রিপোর্টে বলা হয়েছে, সবদিক মাথায় রেখে দু’জন স্পিনারকে মাঠে নামাতে পারেন ভারতের (Team India) অধিনায়ক রোহিত শর্মা। এদিকে, রবীন্দ্র জাদেজার পাশাপাশি ওয়াশিংটন সুন্দরও প্লেয়িং ইলেভেনে জায়গা পেতে পারেন। তবে, ওয়াশিংটন সুন্দরকে খেলানোর জন্য এই সিরিজের সবচেয়ে বড় আবিষ্কার নীতিশ কুমার রেড্ডিকে হয়তো বাদ দেওয়া হতে পারে।