বাংলা হান্ট ডেস্ক: বড়দিনেও দেখা নেই শীতের। উত্তরে বেশ ঠান্ডা থাকলেও একেবারেই ভিন্ন চিত্র দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ২৫ ডিসেম্বরে জাঁকিয়ে শীত তো দূর, উল্টে বিগত দশ বছরে উষ্ণতম বড়দিন কলকাতায়। বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণে রাতের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন ঘটবে না। অর্থাৎ আপাতত ছোবল বসাতে পারবে না শীত।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টি হবে উত্তরে। বড়দিনে দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। দু’দিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলির তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। তবে তারপর থেকে রাতের তাপমাত্রার পারদ সর্বনিম্ন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অর্থাৎ বছর শেষে শীতের আমেজ ফিরতে পারে দক্ষিণে।
এদিকে ঠান্ডার আমেজ না থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে কুয়াশার দাপট। আজ ও আগামীকাল কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং মুর্শিদাবাদে। বুধবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বড়দিনে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিঙের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গের সর্বত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাতের দিকে জোরসে কামড় বসাবে শীত।
আরও পড়ুন: কোটি কোটি বাজেয়াপ্ত করতে শুরু করল ED, নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট মোড়, বিপাকে লিপস অ্যান্ড বাউন্ডস
বছর শেষেও ভিজতে পারে উত্তরবঙ্গ। ২৮ এবং ২৯ তারিখ ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের (North Bengal Weather) দার্জিলিঙ, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। এরপর ৩০ তারিখ থেকে আর বৃষ্টি হবে না উত্তরবঙ্গে।