বাংলা হান্ট ডেস্ক: দৈনন্দিন জীবনে টাকা (Currency Note) ছাড়া কোন কিছুই চলেনা। সাধারণ জল খেতে গেলেও টাকার প্রয়োজন। শুধুমাত্র এই টাকা উপার্জনের জন্যই মানুষ দিনরাত এক করে দিচ্ছেন। অর্থাৎ বেঁচে থাকার অন্যতম অঙ্গ হচ্ছে টাকা। কিন্তু প্রতিদিন টাকা তো ব্যবহার করছেন এমনকি প্রয়োজনীয়তা সম্পর্কেও জানেন! কিন্তু কি জানেন টাকা কি দিয়ে তৈরি হয়? অনেকেই ভাবেন ভারতীয় নোট তৈরি হয় কাগজ দিয়ে। আপনাদের জানিয়ে রাখি এটা আপনাদের ভুল ধারণা।
ভারতীয় নোট (Currency Note) কি দিয়ে তৈরি হয়?
বিগত কয়েক বছরে ভারতে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বেড়েছে। কিন্তু তবুও ভারতীয় মুদ্রার ব্যবহার এখনও কমেনি। বিশেষ করে নোটের ব্যবহার সবচেয়ে বেশি। ৫ টাকার নোট (Currency Note) থেকে শুরু করে ৫০০ টাকার নোট প্রচলিত রয়েছে। দেখতে কাগজের মত লাগায় অনেকে মনে করেন এগুলি কাগজ দিয়েই তৈরি। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) অনুযায়ী ভারতীয় মুদ্রার নোট কাগজ দিয়ে তৈরি হয় না। তার জন্য প্রয়োজন পড়ে তুলোর। বিষয়টি শুনতে অবাক লাগলেও এটি সত্যি।
তুলো দিয়ে কেন নোট তৈরি করা হয়? জানা গিয়েছে ভারতীয় নোট তৈরিতে ১০০% তুলোর ব্যবহার করা হয়। তুলো দিয়ে নোট (Currency Note) তৈরির মূল কারণ হচ্ছে টাকাকে টেকসই করা। এতে করে টাকা ছিঁড়ে যাওয়া কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে না। এছাড়াও তুলো দিয়ে তৈরি হওয়ার কারণে নোট অনেক হালকা এবং নরম হয়। তবে ভারতীয় নোট তৈরির আগে তুলোকে জিলেটিন অ্যাডেসিভ সলিউশনের সঙ্গে মেশানো হয়। আর এই কারণেই টাকা এতটা টেকসই হয়ে থাকে।
আরও পড়ুনঃ জিততেই হবে মেলবোর্ন টেস্টে! এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন রোহিত, অবাক অনুরাগীরাও
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি করে ভারতীয় নোট: বর্তমানে জাল নোট তৈরির কারবার বেশ বেড়েছে। যদিও কোনো নোট যদি জাল হয় তা সহজেই ধরা পড়ে যায়। কারণ আসল নোটে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে যা জাল নোটে থাকে না। আপনাদের জানিয়ে রাখি, নিয়ম অনুসারে একমাত্র টাকা তৈরি করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নোট ছাপাতে কত শতাংশ তুলো, লিনেন সহ অন্যান্য কি কি উপাদান ব্যবহার করছে তা গোপন রাখে আরবিআই (RBI)। যার ফলে জাল নোট (Currency Note) তৈরি করলেই সহজেই ধরা পড়ে যায়।
আরও পড়ুনঃ বিকেলে হতে পারে বৃষ্টি! বড়দিনে বাংলার কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর
অন্যান্য দেশের টাকাতেও তুলো ব্যবহার করা হয়: জানা গিয়েছে, আমেরিকাতেও এই একই পদ্ধতিতে নোট (Currency Note) তৈরি করা হয়। আমেরিকান ডলারের নোট তৈরি করতে ২৫% লিনেন এবং ৭৫% তুলো ব্যবহার করা। যদিও এই মুদ্রা তৈরীর জন্য বিশেষ সংস্থা রয়েছে। তবে সকলেই নোট তৈরিতে তুলো ব্যবহার করে থাকেন শুধুমাত্র নমনীয়তা, টেকসই এবং সুরক্ষার জন্য।