প্রকাশ্যেই চরমে বিবাদ, তিন বছর বন্ধ ছিল কথা, একসঙ্গে গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রফি এবং লতা

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সঙ্গীত জগতের দুই মহারথী মহম্মদ রফি (Mohammad Rafi) এবং লতা মঙ্গেশকর। দুই শিল্পীই নিজ নিজ ক্ষেত্রে ছিলেন কিংবদন্তি। একসঙ্গেও একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন তাঁরা। ভারতীয় সঙ্গীতের অবিচ্ছেদ্য অঙ্গ তাঁরা। অসংখ্য অনবদ্য গান রয়েছে দুই শিল্পীর কেরিয়ারে। অথচ জানলে অবাক হবেন, একসময় তাঁদের মধ্যে কথা বন্ধ ছিল।

বিবাদে জড়িয়েছিলেন মহম্মদ রফি (Mohammad Rafi) এবং লতা মঙ্গেশকর

সমসাময়িক শিল্পী ছিলেন রফি (Mohammad Rafi) এবং লতা। সে সময়কে ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগ বলা হলে অত্যুক্তি করা হয় না। কিন্তু তাঁদের মধ্যেও দেখা দিয়েছিল মনোমালিন্য, যার জেরে দীর্ঘ তিন বছর ধরে পরস্পরের সঙ্গে কথা বন্ধ রেখেছিলেন তাঁরা। করেননি একসঙ্গে কাজও। কিন্তু কী এমন ঘটেছিল দুই কিংবদন্তি শিল্পীর মধ্যে?

Mohammad rafi and lata mangeshkar had a fight

কী কারণ ছিল বিবাদের: উল্লেখ্য, ২০২০ সালে মহম্মদ রফির (Mohammad Rafi) পুত্রবধূ ইয়াসমিন খালিদ রাফি তাঁর জীবনী প্রকাশ করেন। ‘মহম্মদ রফি: মাই আব্বা’ নামক বইটিতে গায়কের জীবনের নানান অজানা ঘটনা তুলে ধরেছেন তিনি। সেখানেই উঠে এসেছিল লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর মনোমালিন্যের বিষয়টিও। জানা যায়, তাঁদের গাওয়া ডুয়েট গানগুলির রয়্যালটি নিয়ে বিবাদে জড়িয়েছিলেন তাঁরা।

আরো পড়ুন : বিয়ের পর পদবী বদলে হয়েছেন খান, কিন্তু বদলাননি হিন্দু ধর্ম, শাহরুখকে কী শর্ত দিয়েছিলেন গৌরি?

লতাকে সমর্থন করেননি রফি: বইটি থেকে এ বিষয়ে বিশদে জানা যায়। ঘটনার সূত্রপাত ১৯৬০ এর শুরুর দিকের। জানা যায়, লতা মঙ্গেশকর প্রযোজকদের কাছে গানের জন্য রয়্যালটি ইস্যু উত্থাপন করেছিলেন। কিন্তু রফির (Mohammad Rafi) তা পছন্দ ছিল না। তাঁর মত ছিল, একজন প্রযোজক যখন একটি গানের জন্য অর্থ দেন তখন গায়ককে রয়্যালটি ভাগে অন্তর্ভুক্ত করা হয় না।

আরো পড়ুন : এয়ারপোর্টে ফোন ধরিয়ে দেয় একজন… দুবার মুখোমুখি সাক্ষাৎ দাউদের সঙ্গে! কেমন ছিল ঋষি কাপুরের অভিজ্ঞতা?

তবে রফি (Mohammad Rafi) সমর্থন না করলেও কিশোর কুমার, মান্না দে-র মতো শিল্পীরা কিন্তু এক্ষেত্রে লতা মঙ্গেশকরের পাশেই দাঁড়িয়েছিলেন। এও শোনা যায়, বিষয়টি নিয়ে শিল্পীদের বৈঠক হলে সেখানে তর্কে জড়িয়ে পড়েছিলেন মহম্মদ রফি এবং লতা মঙ্গেশকর। গায়িকা নাকি বলেছিলেন, ভবিষ্যতে আর কোনো গান তিনি গাইবেন না রফির সঙ্গে। তিন বছর কথা বন্ধ ছিল তাঁদের মধ্যে। তবে পরবর্তীতে এক সাক্ষাৎকারে লতা মঙ্গেশকর বলেছিলেন, একটি চিঠি লিখে নাকি ক্ষমা চেয়ে নিয়েছিলেন রফি। তারপর ফের একসঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছিল তাঁদের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর