বাংলা হান্ট ডেস্কঃ ছাত্রছাত্রীরা এদেশের ভবিষ্যৎ। সেই কারণে পড়ুয়াদের উন্নয়নের দিকে সর্বদা কড়া নজর থাকে সরকারের। রাজ্যের শিক্ষার্থীদের জন্য যেমন একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। সবুজ সাথীর সাইকেল থেকে শুরু করে ট্যাব, স্কুলের ইউনিফর্ম হয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, একাধিক স্কিম আনা হয়েছে। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে ‘শিক্ষাসাথী’র (Shiksha Sathi Scheme) নাম।
‘শিক্ষাসাথী’ প্রকল্পে কী সুবিধা মিলবে (Government of West Bengal)
রাজ্যের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। ‘শিক্ষাসাথী’ প্রকল্পের (Government Scheme) মাধ্যমে পড়ুয়াদের কম দামে খাতা বিক্রি করবে পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এর জন্য উদ্যোগ নিয়েছে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দফতর। এই প্রকল্প চালু হলে উপকৃত হবেন বাংলার অগুনতি পড়ুয়া।
রিপোর্ট বলছে, রাজ্য সরকারের (Government of West Bengal) অধীন ‘শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড’ থেকে এই খাতা ছাপা হবে। ইতিমধ্যেই এই সংস্থার আধুনিকীকরণ হয়েছে। এরপরেই এখান থেকে খাতা ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে একদিকে যেমন পড়ুয়াদের খাতা ছাপানোর কাজ হবে, ফলে তাঁদের বাজার থেকে বেশি দামে খাতা কিনতে হবে না। তেমনই সংশ্লিষ্ট সংস্থার লাভও হবে।
আরও পড়ুনঃ মন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ! মমতাকে চিঠি দলেরই ৬ জনের
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাকি সব জিনিসের মতো খাতার দামও বৃদ্ধি পেয়েছে। সস্তায় খাতা তেমন পাওয়াই যায় না। জানা যাচ্ছে, এই বিষয়ে জানতে পারার পরেই পড়ুয়াদের কম দামে খাতা বিক্রির উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। এমএসএমই দফতর সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের ‘শিক্ষাসাথী’ প্রকল্পের অধীন আপাতত ৩ ধরণের খাতা নিয়ে আসার কথা ভাবা হয়েছে।
এর মধ্যে একটি খাতা হবে ১০০ পাতার, মূল্য ৩৭ টাকা। বাকি দু’টি খাতা ১৬০ পাতার। সেগুলির দাম হবে ৭০ টাকা করে। অর্থাৎ বাজারে যে খাতা পাওয়া যায়, তার চেয়ে অনেকটাই কম দাম। তবে গুণমানের দিক থেকে প্রিমিয়াম কোয়ালিটির ধাঁচেই তৈরি করা হচ্ছে বলে খবর।
রাজ্য সরকারের (Government of West Bengal) ‘শিক্ষাসাথী’ প্রকল্পের অধীন তৈরি হওয়া এই খাতাগুলি আপাতত মঞ্জুষা স্টল ও কনজিউমার কো-অপারেটিভ শোরুমে পাওয়া যাবে। সেই সঙ্গেই সরকারি মেলাগুলিতেও মিলবে। রাজ্যর মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, ‘আমরা যে খাতা নিয়ে আসছি সেগুলির গুণগত মান অনেক ভালো। সেগুলি মঞ্জুশ্রী স্টলগুলিতে মিলবে। এরপর রেশন দোকান থেকেও বিক্রির পরিকল্পনা রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি খাতায় উল্লেখ করা থাকবে। যাতে শিক্ষার্থীরা প্রয়োজন মতো সেই প্রকল্পগুলি নিতে পারে’।