ঘনাচ্ছে রহস্য! ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ! মমতাকে চিঠি মন্দারমণিতে ‘নিহত’ TMC নেতার স্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার সকালে মন্দারমণির হোটেল থেকে উদ্ধার হয়েছিল তৃণমূল (Trinamool Congress) নেতা আবুল নাসারের মৃতদেহ। দেখতে দেখতে কেটে গিয়েছে ৪ দিন। এবার প্রয়াত আবুলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। সেটা দেখার পরেই ক্ষোভ উগড়ে দিল মৃত তৃণমূল নেতার পরিবার। পুলিশের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিয়েছেন আমডাঙার আদাহাটা পঞ্চায়েতের উপপ্রধান তথা মৃতের স্ত্রী সুরাইয়া পারভিন।

বিস্ফোরক অভিযোগ তৃণমূল (Trinamool Congress) নেতার স্ত্রীয়ের!

জানা যাচ্ছে, তৃণমূল (TMC) নেতা আবুলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেই রিপোর্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার তথ্য উঠে এসেছে বলে খবর। তা দেখেই ফুঁসে ওঠে মৃতের পরিবার। প্রয়াত তৃণমূল নেতার স্ত্রী সুরাইয়ার অভিযোগ, টাকা নিয়ে আসল অভিযুক্তদের আড়াল করছে পুলিশ। হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে মমতাকে চিঠি দিয়েছেন তিনি। এদিকে সুরাইয়ার দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পুলিশ।

গত শনিবার সকালে মন্দারমণির এক হোটেল থেকে তৃণমূল (Trinamool Congress) নেতা আবুলের মৃতদেহ উদ্ধার হয়। গ্রেফতার করা হয় তাঁর বান্ধবী ও বন্ধুকে। বর্তমানে তাঁরা পুলিশি হেফাজতে রয়েছেন। এবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া যেতেই পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন আমডাঙার আদাহাটা পঞ্চায়েতের উপপ্রধান তথা মৃতের স্ত্রী।

আরও পড়ুনঃ রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর! এবার ‘শিক্ষাসাথী’ প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার, সবাই পাবে?

সুরাইয়ার অভিযোগ, ‘ধৃত যুবতীর মামা একজন বার ডান্সারকে (মন্দারমণির হোটেলে প্রয়াত আবুলের ধৃত বন্ধু যাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন) মোটা অঙ্কের টাকা দিয়েছেন’। এরপর মন্দারমণি থানার ওসির বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, ‘আবুলের মৃত্যুর পর প্রায় ২০ কোটির সম্পত্তি হাতানোর সুবিধা হয়ে গিয়েছে ‘মামু’র। মন্দারমণি থানার ওসি তার একটা অংশ পাবেন বলে ‘ডিল’ হয়েছে। সেই জন্য ওনাকে (ধৃত যুবতীর মামা) গ্রেফতার করা হচ্ছে না। বারবার অনুরোধ সত্ত্বেও ওই তৃণমূল নেতার বিষয়ে পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না’।

জানা যাচ্ছে, পুলিশি তদন্তে প্রয়াত আবুলের সঙ্গে তাঁর বান্ধবীর মামার জমি ব্যবসার কথা উঠে এসেছে। সোদপুর অঞ্চলের একটি জমি নিয়ে দু’জনের মধ্যে বিবাদ হয় বলে খবর। এদিকে আবুল, তাঁর ধৃত বন্ধু এবং বান্ধবীর মধ্যে ত্রিকোণ সম্পর্কের জটিলতা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। প্রয়াত তৃণমূল নেতার স্ত্রীয়ের অবশ্য অভিযোগ, আবুলের মৃত্যুর নেপথ্যে মামা-ভাগ্নির ষড়যন্ত্র আছে।

Trinamool Congress leader died in Mandarmani

সুরাইয়া জানান, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে অনুরোধপত্র পাঠিয়েছেন। সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়ার বিষয়ে জানিয়ে মন্দারমণি থানার ওসিকে সরানোর দাবি জানানো হয়েছে। বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে মৃত তৃণমূল (Trinamool Congress) নেতার পরিবার।

সুরাইয়ার অভিযোগ, আবুলের দেহ উদ্ধারের পর থেকে আত্মহত্যার তত্ত্বের ওপর জোর দিচ্ছে পুলিশ। এফআইআর দায়ের করার সময় আবুলের মা তথা সুরাইয়ার শাশুড়িকে প্রভাবিত করার অভিযোগও আনা হয়েছে। একই সুর শোনা গিয়েছে প্রয়াত তৃণমূল (Trinamool Congress) নেতার মায়ের গলায়। এদিকে পুলিশের তরফ থেকে অবশ্য যাবতীয় অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তে আগামীতে কী তথ্য উঠে আসে সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর