বাংলাহান্ট ডেস্ক : নতুন বছর পড়লেই যে দিকে সমগ্র দেশ তথা বিশ্বের নজর থাকবে তা হল মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট। তৃতীয় বার ক্ষমতায় আসার পর এটা দ্বিতীয় তথা প্রথম পূর্ণাঙ্গ বাজেট হবে কেন্দ্রের এনডিএ সরকারের। বিশ্বে যখন অর্থনৈতিক টালমাটাল অবস্থা চলছে তখন ভারতের (India) অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে কী পরিকল্পনা করেছেন নরেন্দ্র মোদী? ভারতের (India) অর্থনৈতিক বৃদ্ধি কীভাবে বজায় রাখা যায়, এ বিষয়ে এবার অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
ভারতের (India) অর্থনৈতিক বৃদ্ধির বিষয়ে বৈঠক মোদীর
নীতি আয়োগে আয়োজিত হয়েছিল এই বৈঠক। কর্মসংস্থান, শিক্ষা এবং পরিকাঠামো বিষয়ক আলোচনা এই বৈঠকে হয়েছে বলে খবর। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মাঝে ভারতের (India) অর্থনৈতিক বৃদ্ধির গতি বজায় রাখা, এই ছিল বৈঠকের আলোচনার বিষয়। মূলত কর্মসংস্থান, দীর্ঘমেয়াদী বৃদ্ধি এবং কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি, এই তিনটি বিষয়ে বৈঠকে বিশেষজ্ঞদের থেকে পরামর্শ চেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
কোন কোন বিষয়ে আলোচনা হল: উল্লেখ্য, ২০৪৭ সালে স্বাধীনতার ১০০ তম বর্ষে পা রাখবে ভারত (India)। তার মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখেই উন্নয়নের রূপরেখা তৈরি করতে চান নরেন্দ্র মোদী। এই একক লক্ষ্যকে কেন্দ্র করেই সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রকেই একসঙ্গে কাজ করতে হবে বলে বৈঠকে জানান মোদী। এই আবহে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি থেকে রফতানি বৃদ্ধির মতো বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
আরো পড়ুন : প্রকাশ্যেই চরমে বিবাদ, তিন বছর বন্ধ ছিল কথা, একসঙ্গে গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রফি এবং লতা
কারা উপস্থিত ছিলেন বৈঠকে: এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি, নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যন এবং মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। বৈঠকে বেসরকারি বিনিয়োগের স্তর বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে জোর দেন নাগেশ্বরন।
আরো পড়ুন : সাতটি পেল্লাই সাইজের ১৪০ ক্যারাটের হীরে! বিশ্বের অন্যতম দামী গয়নায় ঝলমল করলেন প্রিয়াঙ্কা, দাম কত জানেন?
অন্যদিকে কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটি বৈঠকে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে দ্রুত সংষ্কার এবং ভর্তুকি পুনর্বহালের আহ্বান জানিয়েছেন। আরো যাচাইয়ের জন্য সব পরামর্শ একত্রিত করে সরকার পর্যালোচনা করবে বলে জানিয়েছে নীতি আয়োগ নেতৃত্ব।