নির্জন জায়গায় নিয়ে গিয়ে…! ‘নাতনি’কে ধর্ষণ! বৃদ্ধকে ২০ বছরের কারাদণ্ড আদালতের

বাংলা হান্ট ডেস্কঃ চপ-মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ (Rape)। এবার সেই মামলাতেই প্রতিবেশী ‘দাদু’কে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পশ্চিম মেদিনীপুর পকসো আদালত (POCSO Court)। কারাদণ্ডের পাশাপাশি ৩০,০০০ টাকার জরিমানাও করেছেন বিচারক আশুতোষ সরকার।

নাবালিকাকে ধর্ষণ (Rape)! আসামিকে কড়া শাস্তি আদালতের

আদালত সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বছরের ৩১ মে ঘটনাটি ঘটে। সেই দিন কলম কিনতে বাজারে গিয়েছিল ১২ বছরের ওই নাবালিকা। বাড়ি ফেরার সময় তাঁকে চপ-মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি নিরিবিলি জায়গায় নিয়ে যান প্রতিবেশী ‘দাদু’। এরপর সেখানে তাঁর যৌন হেনস্থা করা হয়।

জানা যাচ্ছে, ওই নাবালিকা যখন বাড়ি ফিরছিল, তখন তাঁকে রাস্তায় আটকে অভিযুক্ত বৃদ্ধ বলেন, ‘চল, চপ-মুড়ি খাওয়াব’। প্রতিবেশী ‘দাদু’র কথায় রাজি হয়ে যায় সে। এরপর তাঁকে একটি নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ হিতেশ, সুব্রত, শান্তনু! রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়! ৩ জনকে গ্রেফতার নিয়ে আদালতের প্রশ্নের মুখে ED

এরপর ওই নাবালিকাকে ধর্ষণ করার পর ভয় দেখানো হয় বলে অভিযোগ। বাড়ির কাউকে এই বিষয়ে জানালে তাঁকে প্রাণে শেষ করে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত বৃদ্ধ। এরপর ঘটনার ৩-৪ দিন পর ওই নাবালিকার বাবা-মা সম্পূর্ণ ঘটনা জানতে পেরে পুলিশের দ্বারস্থ হয়।

Rape case

২০২৩ সালের জুন মাসে পিংলা থানায় অভিযোগ জানান নির্যাতিতার মা। পকসো ধারায় এই মামলা শুরু হয়। অভিযুক্ত প্রতিবেশী ‘দাদু’কে গ্রেফতার করে পুলিশ। সোমবারই এই মামলায় ওই বৃদ্ধকে দোষী সাব্যস্ত করে আদালত। এরপর মঙ্গলবার শাস্তি ঘোষণা করেন বিচারক। ৬০ বছর বয়সি ওই বৃদ্ধকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৩০,০০০ টাকা জরিমানা করেছে পশ্চিম মেদিনীপুর পকসো আদালত।

নাবালিকাকে ধর্ষণের (Rape) এই মামলার রায় ঘোষণা হওয়ার পর এপিপি স্বর্ণেন্দু পরিয়াল বলেন, ‘সোমবার পকসো আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেছে। অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০,০০০ টাকার জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। দ্রুত বিচারপ্রক্রিয়া হয়েছে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর