মুম্বইয়ের বস্তি থেকে আরবানার বহুমূল্য পেন্টহাউজ, রয়েছে সুইমিংপুল-প্রাইভেট থিয়েটার! দেবের সম্পত্তি কত জানেন?

বাংলাহান্ট ডেস্ক : একসঙ্গে দু দুটো সেলিব্রেশন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘খাদান’। আর প্রেক্ষাগৃহে এসেই ঝড় তুলতে শুরু করেছে ছবিটি। বছর শেষে সিনেপ্রেমীদের মুখে শুধু দুটো শব্দ খাদান আর দেব (Dev)। আজ ২৫ শে ডিসেম্বর অভিনেতার জন্মদিন। তাই ডবল সেলিব্রেশন তো বনতা হ্যায়!

ইন্ডাস্ট্রির অন্যতম ধনী অভিনেতা দেব (Dev)

টলিউডের প্রথম সারির অভিনেতা দেব (Dev)। অনেকের মতে, তিনি ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার। একাধারে অভিনয়, প্রযোজনাও করছেন দেব। রিপোর্ট বলছে, টলিউডের অন্যতম সফল এবং ধনী অভিনেতা তিনি। শহরের বিলাসবহুল আবাসন আরবানা, যেখানে একাধিক তারকার বাসস্থান, সেখানেই পেন্টহাউজ রয়েছে দেবের (Dev)। তার অন্দরসজ্জা দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হবে।

How much property does actor dev have

শৈশবে থাকতেন মুম্বইয়ে: ছোটবেলাটা দেবের (Dev) কেটেছে মুম্বইয়ের এক ‘চল’এ। তাঁর বাবার ছিল বলিউডে ক্যাটারিং এর ব্যবসা। ছোট থেকে অভিনয় ইন্ডাস্ট্রিকে দেখে বড় হয়েছেন দেব। টলিউডে যখন কেরিয়ার শুরু করলেন, তখনো মুম্বই থেকে নিত্য যাতায়াত করতেন তিনি। টলিউড তাঁকে কাঙ্খিত সাফল্য এনে দেয়। স্টারডম, জনপ্রিয়তা পেতে দেরি হয়নি।

আরো পড়ুন : বিশ্বজুড়ে টালমাটাল পরিস্থিতি, কিভাবে বজায় থাকবে ভারতের বৃদ্ধি? বছর শেষে জরুরি বৈঠক মোদীর

কত সম্পত্তি রয়েছে দেবের: প্রথমেই ফ্ল্যাট কিনেছিলেন বহুমূল্য সাউথ সিটি কমপ্লেক্সে। তবে বর্তমানে তিনি থাকেন আরবানায়। পেন্টহাউজের ছাদে সুবিশাল সুইমিং পুল বানিয়েছেন দেব (Dev)। পেন্টহাউজটি সাজিয়ে তুলেছেন সুদৃশ্য ইন্টিরিয়র ডেকোরেশনে। রয়েছে ব্যক্তিগত থিয়েটারও। বাবা মাকে এখন রাজার হালে রাখেন দেব (Dev)। তাঁর সম্পত্তির পরিমাণ যে কাউকে হতভম্ব করে দিতে পারে। লোকসভা ভোটের আগে ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সময়ে মনোনয়ন পত্রে সম্পত্তির হিসাব দিয়েছিলেন দেব।

আরো পড়ুন : প্রকাশ্যেই চরমে বিবাদ, তিন বছর বন্ধ ছিল কথা, একসঙ্গে গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রফি এবং লতা

সেখানে তিনি জানিয়েছিলেন ২০২২-২৩ সালে ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার টাকা আয় করেছেন তিনি। বিনিয়োগ করেছেন ১৫ কোটি ৪৮ লক্ষ ১৯ হাজার ৯৪৩ টাকা। দেবের (Dev) গাড়ির দাম ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা। তাঁর ব্যক্তিগত ঘড়ির কালেকশনের মূল্য প্রায় ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকা। তাঁর আরবানার পেন্টহাউজটি কিনেছিলেন প্রায় ১ কোটি ৯৭ লক্ষ ৬৮ হাজার ১০০ টাকা দিয়ে। এছাড়া সাউথ সিটির ৪ এবং ৫ নং টাওয়ারে ফ্ল্যাট রয়েছে দেবের। সেখান থেকে ভাড়ায় বছরে আয় হয় ১৮ লক্ষ ৪০ হাজার টাকা। পাশাপাশি বেদিক ভিলেজেও সম্পত্তি রয়েছে দেবের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর