বাংলা হান্ট ডেস্কঃ অপেক্ষা চলছিল। অবশেষে তার অবসান। বছর শেষেই রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) জন্য বড় সুখবর। বড়দিনের প্রাক্কালে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারীকে উপহার দিয়েছে রাজ্য সরকার। যার ফলে বছর শেষেই হাসি ফুটল সকলের মনে। জানিয়ে রাখি, মঙ্গলবার সন্ধ্যায় ডিএ (Dearness Allowance) বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে। সবমিলিয়ে নতুন বছরের আগেই খুশির হাওয়া রাজ্যে।
জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড সরকার তরফে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির (DA Hike) কথা ঘোষণা করা হয়েছে। এক লাফে তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এবারে থেকে ঝাড়খন্ডের সরকারি কর্মীরা ১ জানুয়ারি, ২০১৬ সাল থেকে প্রযোজ্য সংশোধিত বেতন স্কেলে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। তিন শতাংশ বৃদ্ধির ফলে বর্তমানে তারা ৫৩% হারে ডিএ পাচ্ছেন। একইভাবে, ঝাড়খণ্ড সরকার ১ জুলাই, ২০২৪ সাল থেকে বর্ধিত হারে ডিএ প্রদানের অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীরাও সমানভাবে এই সুবিধা পাবেন।
রাজ্যের এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে ৩, ০০, ০০ এরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে এই ডিএ বৃদ্ধি সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ‘মাস্টারমাইন্ড’ সন্দীপ! আর জি করে কীভাবে কাজ করতো ‘দুর্নীতির ত্রিভুজ’? চার্জশিটে বিস্ফোরক CBI
প্রসঙ্গত, দীপাবলির সময়ে কেন্দ্রের ডিএ বৃদ্ধির পর একাধিক রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। ডিসেম্বর মাসে ডিএ বৃদ্ধির আশায় বসে ছিলেন বাংলার সরকারি কর্মীদের একাংশ। তবে তেমন কিছুই হয়নি। আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪% হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা।