বড়দিনে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা! মাটি ছুঁতেই বিস্ফোরণে ছিন্নভিন্ন বিমান, মুহূর্তের মধ্যে মৃত্যু ৩৯ জনের

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে, রাখে হরি মারে কে! সুদূর কাজাখস্তানে বিমান দুর্ঘটনাও (Plane Crash) প্রমাণ করল সেটাই। বড়দিনের সকালেই আকতাউ শহরে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমানটি। মাটি ছোঁয়া মাত্রই আগুনের গ্রাসে চলে যায় সমগ্র বিমান। এমতাবস্থায় কারোর বেঁচে থাকা সম্ভব নয় বলেই ধরে নিয়েছিলেন উদ্ধারকারীরা। কিন্তু সকলকে চমকে দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বিমান (Plane Crash) থেকে বেঁচে ফিরলেন ২৮ জন যাত্রী।

কাজাখস্তানে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা (Plane Crash)

বছর শেষে একটার পর একটা দুর্ঘটনার খবর এসেই চলেছে। ২৪ শে ডিসেম্বর প্যারিসের আইফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের পর ২৫ তারিখ বড়দিনে কাজাখস্তানে ঘটে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Crash)। জানা গিয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের Embraer 190 J2-8243 বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল বিমানটি।

39 people died in plane crash in Kazakhstan

জরুরি অবতরণ করতে চেয়ে বার্তা: ঘন কুয়াশার জেরে মাঝ আকাশে সমস্যায় পড়ে বিমানটি (Plane Crash)। উপরন্তু আকাশে একঝাঁক পাখির সঙ্গে ধাক্কা লেগে যান্ত্রিক গোলযোগও দেখা দেয় বলে খবর। জরুরি অবতরণ করতে চেয়ে কন্ট্রোল রুমে বারবার বার্তা পাঠানো হয়েছিল। কিন্তু কোনো লাভ হয়নি। আকাশে বের কয়েকবার চক্কর কাটে বিমানটি (Plane Crash)। কিন্তু একটা সময় পর সটান আকাশ থেকে মাটির দিকে নেমে আসতে দেখা যায় বিমানটিকে। মাটি ছোঁয়া মাত্রই ঘটে বিরাট বিষ্ফোরণ।

আরো পড়ুন : মুম্বইয়ের বস্তি থেকে আরবানার বহুমূল্য পেন্টহাউজ, রয়েছে সুইমিংপুল-প্রাইভেট থিয়েটার! দেবের সম্পত্তি কত জানেন?

মাটি ছুঁতেই ঘটে বিষ্ফোরণ: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরেই আগুনের গ্রাসে চলে যায় গোটা বিমান। কালো ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক। উদ্ধারকারীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। পৌঁছায় অ্যাম্বুলেন্স। স্থানীয়রা জানান, বিমানের (Plane Crash) ভেঙে পড়া পিছনের অংশ দিয়ে কয়েকজন বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। রক্তাক্ত অবস্থায় ছিলেন তারা। তড়িঘড়ি ওই অংশের আগুন নিভিয়ে তাদের উদ্ধার করা হয়।

আরো পড়ুন : বিশ্বজুড়ে টালমাটাল পরিস্থিতি, কিভাবে বজায় থাকবে ভারতের বৃদ্ধি? বছর শেষে জরুরি বৈঠক মোদীর

জানা গিয়েছে, আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দরে নামারই লক্ষ্য ছিল বিমানটির। পাইলটরা গতি নিয়ন্ত্রণ করে উচ্চতা কমিয়ে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষমেষ বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে কাস্পিয়ান সাগরের তীরে ভেঙে পড়ে বিমানটি। কাজাখস্তানের জরুরি বিষয় সংক্রান্ত মন্ত্রক জানায়, বিমানটিতে ৫ জন বিমানকর্মী ছাড়া মোট ৬৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যুর খবর মিলেছে। বেঁচে ফিরেছেন ২৮ জন, যাদের মধ্যে একজন বছর ১১-র মেয়ে এবং ১৬ বছরের একজন কিশোরও আছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর