বাংলা হান্ট ডেস্ক: বড়দিনেও জাঁকিয়ে শীত নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। মোটের উপর শীতই তেমন নেই বললে চলে। আর কবে হাড় কাঁপানো ঠান্ডা? এই প্রশ্নই এখন দক্ষিণবঙ্গবাসীর মনে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণে রাতের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন ঘটবে না। তারপর থেকে পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রার পারদ সর্বনিম্ন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের দু’ দিনে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।
এদিকে শীতের আমেজ মাটি করতে ফের হাজির হতে পারে ভিলেন বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমি ঝঞ্ঝা পরোক্ষ প্রভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যেই। ফলত সপ্তাহান্তেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা (Kolkata), হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে উইকেন্ডে।
পাশাপাশি শনিবার ও রবিবার নাগাদ পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত সামান্য বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে কুয়াশার দাপট। আজ ও আগামীকাল কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং মুর্শিদাবাদে।
আজ উত্তরবঙ্গের দার্জিলিঙের কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না। তাছাড়া উত্তরবঙ্গের পাঁচ জেলায় শুক্রবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে। এরপর ২৮ এবং ২৯ তারিখ ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের (North Bengal Weather) একাধিক জেলায়।
আরও পড়ুন: হাতে ৪ সপ্তাহ সময়! রাজ্যের স্বাস্থ্যসচিবকে কড়া ‘ডেডলাইন’ বেঁধে দিল কলকাতা হাইকোর্ট
শনি ও রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙ, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।আপাতত উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তারপর উইকেন্ডে ফের বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা।