এটা গান না কবিতা! নন্দিনীর গানের ‘গুঁতো’য় বেসামাল নেটিজেনরা বলছেন, ‘এর থেকে তো রানু মণ্ডল…’

বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ‘ট্রোল’ শব্দটা জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। পান থেকে চুন খসলেও নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন অনেকে। তাঁরাও বিষয়টা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার (Viral Video) রমরমা শুরু হতে ট্রোলিংও বেড়েছে ব্যাপক হারে। এবার নেট পাড়ায় সমালোচনার শিকার হলেন অভিনেত্রী নন্দিনী দত্ত। চূড়ান্ত ঠাট্টা, মশকরা চলছে ‘দুই শালিক’ অভিনেত্রীকে নিয়ে।

গানের ভিডিও (Viral Video) নিয়ে ট্রোলড নন্দিনী

সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই অভিনেতা অভিনেত্রীদের গানের বহু ভিডিও (Viral Video) পাওয়া যাবে। গানের প্রশিক্ষণ না থাকলেও অনুরাগীদের মন রাখতে মাঝে মাঝে গান গেয়ে থাকেন তাঁরা। বিশেষ করে বিভিন্ন মাচা শো তে বোঝা যায় তাঁদের গানের প্রতিভা। সেই সব ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রায়ই। আর সম্প্রতি নেট পাড়ায় ছড়িয়ে পড়েছে এমনি এক ভিডিও।

Actress nandini dutta song trolled on viral video

পেয়ারেলাল গেয়ে ট্রোলড অভিনেত্রী: এই শীতের সময়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয় সেগুলিকে মাচা শো বলা হয়। ছোটপর্দা এবং বড়পর্দার অভিনেতা অভিনেত্রীদের পারফর্ম করতে দেখা যায় এই সব অনুষ্ঠানে। যে ভিডিওটি (Viral Video) ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে দুই শালিক খ্যাত অভিনেত্রী নন্দিনী মঞ্চের উপর ‘পেয়ারেলাল’ গান গাইছেন। ভিডিও থেকে জানা গিয়েছে, পানিহাটি উৎসবে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর গান নিয়েই ট্রোলিং শুরু হয়েছে নেট মাধ্যমে।

আরো পড়ুন : বড়দিনে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা! মাটি ছুঁতেই বিস্ফোরণে ছিন্নভিন্ন বিমান, মুহূর্তের মধ্যে মৃত্যু ৩৯ জনের

কী বলছেন নেটিজেনরা: জিন্স, টপ আর কালো জ্যাকেট পরে মঞ্চের উপরে ঘুরে ঘুরে গান গাইতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কিন্তু তাঁর গানের ‘গুঁতো’য় কার্যত ধরাশায়ী নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ওনাকে একটু নুন চিনির জল দিতে হবে, এত দুর্বল, একটু শক্তি পাবে’। আরেকজন লিখেছেন, ‘আমি শুধু ভাবছি বাদ্যযন্ত্র গুলো যারা বাজাচ্ছেন তারা কত অসহায় হয়ে বাজাচ্ছে’। আবার একজন লিখেছেন, ‘এর থেকে রানু মন্ডল কে নিয়ে অনুষ্ঠান করালে ভালো ছিল, অন্তত রানু মন্ডলের গলায় সুর আছে।’

আরো পড়ুন : মুম্বইয়ের বস্তি থেকে আরবানার বহুমূল্য পেন্টহাউজ, রয়েছে সুইমিংপুল-প্রাইভেট থিয়েটার! দেবের সম্পত্তি কত জানেন?

এমনটা অবশ্য নতুন নয়। নন্দিনীর আগেও একাধিক অভিনেতা অভিনেত্রী ট্রোলড হয়েছেন গানের অনুষ্ঠান নিয়ে। দিতিপ্রিয়া রায়, সৌমি ঘোষের মতো অভিনেত্রীরা কুরুচিকর কটাক্ষের মুখে পড়েছেন। আর এবার তালিকায় নাম জুড়ল নন্দিনীর। তবে এ বিষয়ে কোনো মন্তব্য তিনি করেননি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর