সব হম্বিতম্বি শেষ! পেট চালাতে ভারতের থেকেই এবার সাহায্য চাইছে বাংলাদেশ, মুখ পুড়ল ইউনূসের

বাংলাহান্ট ডেস্ক : তর্জন গর্জন সব ফুস। ভারতের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করলেও সেই ভারতের কাছেই সাহায্যের জন্য হাত পাততে হল বাংলাদেশকে (Bangladesh)। হাসিনা সরকারের পতনের পর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই কার্যত সাপের পাঁচ পা দেখতে শুরু করেছিল বাংলাদেশ (Bangladesh)। নিজেদের রক্তক্ষয়ী ইতিহাস তো ভুলতে বসেইছে, উপরন্তু ‘বন্ধু’ ভারতের সাহায্য ভুলে লাগাতার উসকানিমূলক মন্তব্য করতে শোনা যাচ্ছে কয়েকজন রাজনৈতিক এবং ধর্মীয় নেতাকে।

ভারতের কাছে সাহায্যের হাত পাতল বাংলাদেশ (Bangladesh)

কয়েকজন রাজনৈতিক নেতাকে বলতে শোনা গিয়েছিল, ভারত নয়, পাকিস্তানই তাদের আসল ‘বন্ধু’। নিজেরাই সমস্ত ফসল, আনাজ উৎপাদনে সক্ষম তারা, ভারতের প্রয়োজন নেই। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সব গর্জন থেমে গেল বাংলাদেশের (Bangladesh)। পেটে টান পড়তেই সেই ভারতের কাছেই এসে হাত পাতল পড়শি দেশ। তবে মুখ ফিরিয়ে নেয়নি ভারত। সাহায্য পাঠানো হচ্ছে বাংলাদেশে (Bangladesh)।

Bangladesh again seeking help from india for this reason

ইউনূসের আমলে প্রথম চালের আমদানি: জানা গিয়েছে, বৃহস্পতিবার ভারত থেকে চাল আমদানি করছে বাংলাদেশ (Bangladesh)। গত ১১ ই নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে এই প্রথম চালের আমদানি করছে বাংলাদেশ। ইউনূস সরকারের আমলেও ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান এটা। বুধবার বাংলাদেশের (Bangladesh) খাদ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম চালানে ভারত থেকে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সিদ্ধ চাল চট্টগ্রাম যাবে।

আরো পড়ুন : এটা গান না কবিতা! নন্দিনীর গানের ‘গুঁতো’য় বেসামাল নেটিজেনরা বলছেন, ‘এর থেকে তো রানু মণ্ডল…’

বিজ্ঞপ্তি জারি বাংলাদেশের: এমভি তানাইজ ড্রিম নামের একটি জাহাজ এই আমদানি করা চাল নিয়ে বৃহস্পতিবার সকালে পৌঁছাবে চট্টগ্রাম বন্দর। এরপর চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর খালাস করা হবে।

আরো পড়ুন : বড়দিনে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা! মাটি ছুঁতেই বিস্ফোরণে ছিন্নভিন্ন বিমান, মুহূর্তের মধ্যে মৃত্যু ৩৯ জনের

উল্লেখ্য, বিগত কয়েক বছরে বাংলাদেশে (Bangladesh) পেঁয়াজ, চাল, ডাল, আলু, রসুন থেকে শুরু করে ব্রয়লার মুরগি, ডিম সব পণ্যের দামই বেড়েছে ১৫৫ শতাংশ পর্যন্ত। কিন্তু সে দেশের মানুষের আয় সেই তুলনায় বাড়েনি। অন্তর্বর্তী সরকারের তরফে এ বিষয়ে একাধিক পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হলেও ফল মেলেনি। তাই ফের ভারতের দ্বারস্থই হতে হয়েছে বাংলাদেশকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর