নিলামে হয়ে গিয়েছে বড় ভুল! এই ৩ টি বিষয় IPL-এ ভোগাবে KKR-কে, মাথায় হাত অনুরাগীদের

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ সালের IPL-এ চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। এদিকে, ২০২৫-এর IPL-এর আগেই চ্যাম্পিয়ন দলে একাধিক পরিবর্তন করেছে KKR (Kolkata Knight Riders)। শুধু তাই নয়, ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকেও ছেড়ে দেওয়া হয়েছে। এমতাবস্থায়, নিলামের মঞ্চে KKR-এর একাধিক সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে। ভেঙ্কটেশ আইয়ারকে কেনার জন্য তারা ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে। এদিকে এই ফ্র্যাঞ্চাইজিটি এমন কিছু সিদ্ধান্তও নিয়েছে, যা আগামী মরশুমে তাদের উদ্বেগ বাড়াতে পারে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এইরকমই ৩ টি বিষয় উপস্থাপিত করছি।

এই ৩ টি বিষয় IPL-এ ভোগাবে KKR (Kolkata Knight Riders)-কে:

১.পেস আক্রমণে নেই অভিজ্ঞতা: IPL২০২৪-এ, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক এই ফ্র্যাঞ্চাইজির জন্য খুব ভালো পারফর্ম করেছিলেন এবং দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে, স্টার্ক এখন আর এই দলের সদস্য নন। IPL ২০২৫-এ KKR (Kolkata Knight Riders)-এর পেস আক্রমণে ৩ জন অনভিজ্ঞ বোলার রয়েছেন। তাঁরা হলেন হর্ষিত রানা, বৈভব অরোরা এবং উমরান মালিক। এদিকে, এই ফ্র্যাঞ্চাইজিতে অ্যানরিচ নর্টজেও অন্তর্ভুক্ত রয়েছেন। তবে, এই দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার সম্প্রতি চোটের কারণে সমস্যায় পড়েছেন। এছাড়াও, স্পেনসার জনসন KKR-এর একজন বিদেশি ফাস্ট বোলার। তবে, এই অস্ট্রেলিয়ান পেসারের ভারতীয় কন্ডিশনে বোলিং করার সীমিত অভিজ্ঞতা রয়েছে।

Kolkata Knight Riders will be in trouble in IPL due to these 3 reasons.

২. অধিনায়ক এখনও ঠিক হয়নি: দলের জন্য একজন অধিনায়ক কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু, এক্ষেত্রেও কিছুটা পিছিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মেগা নিলামের আগে শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিলেও তারপরে নিলাম থেকেও এমন কোনও খেলোয়ারকে দলে যুক্ত করা হয়নি যিনি অধিনায়ক হতে পারেন। তাই, এই বিষয়টিও দলের একটি ঘাটতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: করেছেন ১৫,০০০-এর বেশি রান! ভারতের এই ক্রিকেটারের বাবার হল ৭ বছরের জেল, চমকে দেবে কারণ

আসন্ন মরশুমে KKR (Kolkata Knight Riders)-এর কাছে অধিনায়কের বিকল্প হিসেবে রিঙ্কু সিং, অজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ারের মতো খেলোয়াড়েরা রয়েছেন। এমতাবস্থায়, রিঙ্কু এবং ভেঙ্কটেশের অধিনায়কত্বের ক্ষেত্রে খুব একটা অভিজ্ঞতা নেই। এর পাশাপাশি রাহানের IPL অধিনায়কত্বের রেকর্ডও চমকপ্রদ নয়। তাই, অধিনায়ক বেছে নিতে সমস্যা হতে পারে KKR-এর।

আরও পড়ুন: নতুন বছরে বাম্পার রিটার্ন দেবে আদানির এই কোম্পানির শেয়ার! বিনিয়োগ করলেই হবেন মালামাল

৩. ওপেনার হিসেবে কুইন্টন ডি ককের পারফরম্যান্স: মেগা নিলাম থেকে, কলকাতা নাইট রাইডার্স উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কককে যুক্ত করেছে। তাঁকে লখনউ সুপার জায়ান্টস দ্বারা রিলিজ করে দেওয়া হয়েছিল। ডি কক ২০২২ সালে LSG-র হয়ে ৫০০-র বেশি রান করেছিলেন। কিন্তু তারপরে দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষকের ব্যাট গত মরশুমে খুব একটা নজর কাড়তে পারেনি। চলতি বছরের IPL-এর মরশুমে ডি কক ১১ টি ইনিংসে ২২.৭২-এর খারাপ এভারেজে মাত্র ২৫০ রান করেছিলেন। এমতাবস্থায়, আগামী মরশুমেও কুইন্টন ডি কক ফর্মে না থাকলে তা নিঃসন্দেহে সমস্যা বাড়াবে KKR (Kolkata Knight Riders)-এর। ওপেনার হিসেবে রান না করলে দলের ওপর প্রত্যক্ষভাবে চাপ পারবে। যার ফলে ম্যাচের ফলাফল প্রভাবিত হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর