বসে খেতে পারবেন ৫ বছর, অম্বানির বিয়েতে বিপুল টাকা পেয়েও “মুখ ভার” মিকার, কেন?

বাংলাহান্ট ডেস্ক : ২০২৪ এর মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়েছিল অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। নিঃসন্দেহে বছরের সবথেকে বড় অনুষ্ঠান ছিল এটা। বলিউড ইন্ডাস্ট্রির সমস্ত তারকারা তো বটেই, রাজনৈতিক জগৎ, ক্রীড়া জগৎ সহ গোটা বিশ্বের নানান খ্যাতনামা ব্যক্তিরা এক ছাদের তলায় এসেছিলেন ওই বিয়ে উপলক্ষে। অনন্ত রাধিকার বিয়েতে গানের পারফরম্যান্স করেছিলেন মিকা সিং (Mika Singh)। কিন্তু শিল্পপতির ছেলের বিয়েতে গেয়ে ‘হতাশ’ গায়ক।

অনন্তের উপরে ক্ষুব্ধ মিকা সিং (Mika Singh)

অম্বানি পুত্রের বিয়েতে আমন্ত্রিত ছিলেন মিকা সিং (Mika Singh)। গান গেয়ে পেয়েছেন প্রচুর টাকাও। কিন্তু তাও রাগ রয়ে গিয়েছে মিকার মনে। এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, “আমি অনন্ত অম্বানির বিয়েতে পারফর্ম করতে গিয়েছিলাম। ও সবাইকে প্রচুর টাকা বিলিয়েছে, আমাকেও দিয়েছে। কিন্তু একটা বিষয় নিয়ে আমার রাগ রয়েছে। অন্য ঘনিষ্ঠ লোকেরা যে ঘড়ি পেয়েছে সেটা আমি পাইনি”।

Mika singh is angry on anant for this reason

কী জানালেন গায়ক: মিকা (Mika Singh) আরো বলেন, “অনন্ত ভাই, আপনার ছোট ভাই হই আমি। সবাইকে ঘড়ি দিয়েছেন… এমনকি আমেরিকায় একটি কনসার্টে আমাকে সোনার চেন আর ঘড়ি উপহার দেওয়া হয়েছিল, যা আমি আশাও করিনি। তবে অম্বানিদের ক্ষেত্রে, আমি আশা করেছিলাম কিছু পাব। তাই অনন্ত ভাই, এরপর যেদিন আপনার বাড়ি যাব, যা খুশি হয় আমাকে দেবেন’।

আরো পড়ুন : সব হম্বিতম্বি শেষ! পেট চালাতে ভারতের থেকেই এবার সাহায্য চাইছে বাংলাদেশ, মুখ পুড়ল ইউনূসের

কত টাকা পেয়েছেন মিকা: ঘড়ি পাননি ঠিকই, তবে মিকাকে (Mika Singh) কিন্তু টাকা দিয়ে ভরিয়ে দিয়েছেন অম্বানিরা। ওই সাক্ষাৎকারে মিকা বলেন, বিয়েতে গান গাওয়ার জন্য প্রচুর টাকা পেয়েছিলেন তিনি। সঠিক অঙ্কটা তিনি না বললেও গায়ক জানান, যদি একটা আন্দাজ করতেই হয়, তবে তিনি বলবেন ওই টাকা দিয়ে আগামী পাঁচ বছর আরামে কাটিয়ে দিতে পারবেন তিনি। মিকা (Mika Singh) বলেন, তাঁর বিশেষ কোনো খরচ নেই। তাই ওই টাকায় পাঁচ বছর হেসে খেলে কাটিয়ে দিতে পারবেন তিনি।

আরো পড়ুন : এটা গান না কবিতা! নন্দিনীর গানের ‘গুঁতো’য় বেসামাল নেটিজেনরা বলছেন, ‘এর থেকে তো রানু মণ্ডল…’

প্রসঙ্গত, বিয়েতে কয়েকজন ঘনিষ্ঠ জনকে বহুমূল্য ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত অম্বানি। জানা গিয়েছে, Audemars Piguet কোম্পানির লিমিটেড এডিশন লাক্সারি ঘড়ি উপহার দিয়েছেন তিনি, যেগুলোর দাম প্রায় ২ কোটি টাকা। অনন্তের ঘনিষ্ঠ জনদের তালিকায় রণবীর সিং, শাহরুখ খানরাও রয়েছেন বলে খবর।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর