ফ্রি ফ্রি ফ্রি! এক পয়সা না দিয়েই Internet! BSNL’র এই প্ল্যানে এক্কেবারে কুপোকাত Jio, Airtel

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) গত কয়েক মাসে দুর্ধর্ষ পারফর্মেন্স করে চমকে দিয়েছে সবাইকে। কয়েক মাস আগে বেসরকারি টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভি ব্যাপক হারে রিচার্জ ট্যারিফের দাম বৃদ্ধি করে। যদিও দাম বৃদ্ধির পথে হাঁটেনি সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল।

অবিশ্বাস্য প্যাকেজ আনল বিএসএনএল (BSNL)

তাই বহু টেলিকম গ্রাহকের পছন্দের তালিকায় উঠে আসে সরকারি টেলিকম সংস্থাটি। তারপর থেকে গ্রাহক সংখ্যা বৃদ্ধির নিরিখে বিএসএনএল চমকে দেওয়া ফল করেছে। সস্তায় ডেটা প্যাক থেকে শুরু করে ক্রমবর্ধমান প্রযুক্তিগত উন্নয়ন, অনেকের কাছেই এখন হটলিস্টে বিএসএনএল। ২০২৪ সালের শেষ লগ্নে এসেও চমকে দেওয়া অফার নিয়ে এসেছে BSNL।

BSNL1

বিএসএনএল গ্রাহকরা ১ মাস সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন। বিএসএনএলের এই প্ল্যানে কুপোকাত জিও ও এয়ারটেল। BSNL’র ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকের জন্য এই অফার। ৩ মাসের ‘ফাইবার বেসিক নিও’ বা ‘ফাইবার বেসিক’ প্ল্যানে থাকছে ১ মাস সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ।

আরোও পড়ুন : শীতের ভাসান! সপ্তাহভর বৃষ্টি দক্ষিণবঙ্গে! কবে কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর

৩ মাসের জন্য ‘ফাইবার বেসিক নিও’ বা ‘ফাইবার বেসিক’ প্ল্যান দিয়ে রিচার্জ করলেই গ্রাহকরা পেয়ে যাবেন ১ মাস বিনামূল্যে ইন্টারনেট সার্ফিং করার সুযোগ। দুর্দান্ত এই অফারটি বৈধ ৩১ ডিসেম্বর পর্যন্ত। ‘ফাইবার বেসিক নিও’ প্ল্যানটির খরচ মাত্র ৪৪৯ টাকা। এই প্যাকে থাকছে ৩০ এমবিবিপিএস স্পিডে ইন্টারনেট সার্ফ করার সুযোগ। 

bsnl

এক মাসে ৩৩০০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও থাকছে কভারেজ এরিয়া থেকে বিনামূল্যে ফোন কলস করার সুবিধাও। অন্যদিকে, BSNL’র ‘ফাইবার বেসিক’ প্ল্যানটির জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৪৯৯ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ৫০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহারের অ্যাক্সেস।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর