পাত্র ক্যান্সার কুমার আর পাত্রী বিড়ি কুমারী, “খতরনাক” বিয়ের কার্ড দেখে অবাক সকলে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে চলছে বিয়ের মরশুম। ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই সিঁদুরদান থেকে শুরু করে ভাত, কাপড় বৌভাতের ছবিতে ভরে গেছে। বিয়েতে বাদ যাচ্ছে না সেলিব্রেটিরাও। আর এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। বিয়ে নয় বরং বিয়ের কার্ডের ভিডিও দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। পাত্রের নাম ক্যান্সার কুমার এবং পাত্রীর নাম বিড়ি কুমারী। শুধু পাত্র-পাত্রী নয় একই সাথে বাবা, মায়ের নাম থেকে শুরু করে, বিবাহ আসরের ঠিকানাতেও অদ্ভুত সব নাম। এমন বিয়ের কার্ড কস্মিনকালেও দেখেনি কেউই।

কি এমন আছে ভাইরাল (Viral) ওই বিয়ের কার্ডে:

বর্তমানে সকলেই ট্রেন্ডে গা ভাসিয়ে থাকেন, যার প্রভাব এসে পড়ছে বিয়েতেও। সাজগোজ থেকে শুরু করে আচার নিয়ম কানুন সবেতেই ভিন্নতার ছোঁয়া। কিন্তু তাই বলে বিয়ের কার্ড এতটাও অভিনব ভাবে বানানো যায় জানা ছিল না। ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের কার্ডের একদম উপরে লেখা “খতরনাক বিবাহ-মাসুম বরাতি” অর্থাৎ বিপদজ্জনক বিবাহ-নিষ্পাপ বরযাত্রী। এরপর কার্ডে যা লেখা রয়েছে তা দেখে মাথা ঘুরে যাওয়ার জো। পাত্রীর নামের জায়গায় লেখা রয়েছে “দুর্ভাগ্যবতী – বিড়ি কুমারী ওরফে সিগারেট দেবী”। আর তার নিচে পাত্রের নামে জায়গায় লেখা “মৃতাত্মা – ক্যান্সার কুমার ওরফে লাইলাজ বাবু”।

বাবা মায়ের নামও অভিনব: এখানেই শেষ নয়, ভাইরাল (Viral) ওই বিয়ের কার্ডে দেখা গিয়েছে “কুপুত্রীর” বাবার পরিচয় শ্রী তাম্বাকু লালজী এবং মায়ের নাম সুলফী দেবী। ঠিকানা দেওয়া রয়েছে ৪২০ যমলোক হাউস, দুঃখ নগর। এদিকে পাত্রের বাবা মায়ের নামেও একই কীর্তি। কুপত্রের বাবা শ্রী গুটখা লালজী এবং মা ভাং দেবী। পাত্রের বাড়ির ঠিকানা গলত রাস্তা অর্থাৎ ভুল পথ, অধিকপুর (নেশা প্রদেশ)। পাশাপাশি বিয়ের আয়োজন করা হয়েছে শ্মশান ঘাটে।

আরও পড়ুনঃ দিলীপ না শুভেন্দু? কে হচ্ছেন বঙ্গ বিজেপির ‘ফুলটাইম’ রাজ্য সভাপতি? মুখ খুললেন সুকান্ত

আর এমন কার্ড দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটিজেনরা। হাসবেন নাকি কাঁদবেন ভেবে কুল পাচ্ছেন না তারা। মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral) হয়েছ ভিডিওটি।মূলত পোস্টটি করা হয়েছে, Vimal_Official_0001 নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ইতিমধ্যে এই ভিডিওটি মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছে। ভিডিওটির মাধ্যমে যে নেশা বিরোধী প্রচার করা হয়েছে সে কথা সকলেই বুঝতে পেরেছেন। কারণ বিয়ের কার্ডের নিচেই বড় বড় করে লিখে দেওয়া হয়েছে, নেশা মুক্তি অভিযানের উদ্দেশ্যে তৈরি বিড়ি কুমারীর বিয়ের কার্ড সকলের পড়া উচিত এবং অন্যান্যদেরকেও পড়ানো উচিত।

আরও পড়ুনঃ উদ্ধার হওয়া ৫০ কোটি টাকা কার? এতদিনে মুখ খুললেন অর্পিতা! নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড়

কার্ড দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া: ভাইরাল (Viral) হওয়া এই বিয়ের কার্ড দেখে নেটিজেনদের প্রতিক্রিয়ায় ভরেছে কমেন্ট বক্স। কেউ বলেছেন “খুব ভালো”, আবার কেউ বলেছেন, “অতি উত্তম”। একই সাথে এই কার্ড দেখে হেসে খুন নেট নাগরিকদের একাংশ। কেউ মন্তব্য করেছেন, “বড় বিপদজ্জনক বরযাত্রী”, আবার কেউ মন্তব্য করেছেন “এমন বিয়েতে আমি যাব না”। ভাইরাল পোস্ট দেখে হাসির রোল সমাজ মাধ্যমে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর