শহরের ধাঁচে প্রত্যেক জেলায় হবে শপিং মল থেকে সিনেমা হল! বিরাট ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ ভালো সিনেমা তৈরি হলেও বাংলায় বড় বাজেটের সিনেমা তৈরি হয় না। যা নিয়ে অনেক অভাব অভিযোগ শোনা যায় বাংলার শিল্পীদের মুখেও। আমাদের দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে যে সিনেমা হলের সংখ্যাটা অনেকটাই কম তা ইতিপূর্বে একাধিক আলোচনাতেও উঠে এসেছে।

শপিং মল থেকে সিনেমা হল এক গুচ্ছ ঘোষণা মমতার (Mamata Banerjee)

একই অভিযোগে সরব হয়েছেন টালিগঞ্জের নায়ক-নায়িকা থেকে শুরু করে প্রযোজক-পরিচালক সকলেই। তবে এবার এই সমস্যার সমাধানে দুর্দান্ত পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর শেষের আগেই মুশকিল আসানে ব্রতী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নের (Nabanna) সাংবাদিক বৈঠক থেকেই মমতা জানিয়েছেন প্রত্যেক জেলায় শপিং মল এবং সিনেমা হল তৈরি করবেন তিনি।

মমতা জানিয়েছেন কলকাতায় যেমন শপিং মল এবং বিগ বাজার রয়েছে তেমনি প্রত্যেক জেলার সদর দপ্তরেও একটি করে শপিং মল তৈরি করা হবে।  সেখানে সিনেমা হল-ও থাকবে। জানা যাচ্ছে ওই শপিং মল তৈরির জন্য বিনামূল্যে জমি দেবে রাজ্য সরকার। প্রসঙ্গত এপ্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, ‘জমিটা আমরা দেব। কিন্তু এই জমি দেওয়া হবে টেন্ডারের মাধ্যমে দেওয়া হবে, ফ্র্যাঞ্চাইজি হবে। তবে জমিটা আমরা ফ্রিতে দেব।’

আরও পড়ুন: উৎসব জুড়ে মমতার গান! এবার মুখ্যমন্ত্রীর নিজের লেখা ও সুর করা ৩২ টি গানের ‘কনসার্ট’ হবে কলকাতায়

সেইসাথে এদিন মমতা (Mamata Banerjee) জানিয়েছেন, ‘এক একর করে জমি দেওয়া হবে।আমাদের একটাই লক্ষ্য। প্রথম দু’টো ফ্লোর স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী, শিল্পীদের দিতে হবে। সারা বছর মেলা ছাড়া জিনিস বিক্রির জায়গা নেই ওদের। তাই ওদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Mamata Banerjee

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, শপিং মলের বাকি ফ্লোর গুলিতে সিনেমা হল, ক্যাফেটেরিয়া, রেস্তরাঁ করা যেতে পারে। সেখানেও শহরের মলগুলির মতো নানা ব্র্যান্ডের জামাকাপড়, জিনিপত্র বিক্রি করা যাবে। সিনেমাহলের প্রসঙ্গে মমতা এদিন বলেছেন, ‘জেলার মানুষরা অনেকেই সিনেমা দেখতে ভালবাসেন। কিন্তু তাঁদের হল নেই। এই সিনেমা হল তৈরী হওয়ায় টলিউডও উপকৃত হবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর