বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ODI টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি ক্রমশ উত্তেজক হয়ে উঠছে। ২৬ ডিসেম্বর এই টুর্নামেন্টে চমকপ্রদ ম্যাচ সম্পন্ন হয়। যেখানে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এক তরুণ ব্যাটার দুর্ধর্ষ ইনিংস খেলে আলোড়ন সৃষ্টি করেছেন। পাশাপাশি ক্রিকেট অনুরাগীদেরও নজর কেড়েছেন তিনি।
ঝড় তুললেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তরুণ ব্যাটার:
মূলত, IPL (Indian Premier League)-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী এই ম্যাচে একটি দুর্দান্ত ইনিংস খেলেন। যেখানে মাত্র ১৮ বলে হাফ-সেঞ্চুরি করে মাত্র ৫.৩ ওভারে মুম্বাইকে একটি বড় জয় এনে দেন তিনি।
18-Ball Fifty for Angkrish Raghuvanshi in Vijay Hazare Trophy. pic.twitter.com/6GRoY4b29R
— Rokte Amar KKR (@Rokte_Amarr_KKR) December 26, 2024
অঙ্গকৃশ রঘুবংশী ১৮ বলে ফিফটি করেন: ২৬ ডিসেম্বর বিজয় হাজারে ট্রফিতে মুখোমুখি হয়েছিল মুম্বাই ও অরুণাচল প্রদেশ। গ্রুপ সি-র এই ম্যাচ সম্পন্ন হয় আহমেদাবাদে। এই ম্যাচে মুম্বাই দুর্দান্ত বোলিং করে মুম্বাই। শুধু তাই নয়, অরুণাচল প্রদেশ দলকে ৩২.২ ওভারে মাত্র ৭৩ রানে সীমাবদ্ধ করে তারা।
আরও পড়ুন: সমুদ্রে চিন-পাকিস্তানের দাদাগিরির দিন শেষ! যোগ্য জবাব দিতে প্রস্তুত INS সুরত, শক্তি বাড়ল নৌসেনার
এরপর মাত্র ৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নামে মুম্বাই। দলের হয়ে ব্যাট করতে নামেন রঘুবংশী ও আয়ুষ মাত্রে। রঘুবংশী আসার সাথে সাথে, তিনি অরুণাচল বোলারদের ক্রমাগত আক্রমণ করতে থাকেন। এমতাবস্থায়, ৯ টি চার এবং ১ টি ছক্কার ওপর ভর করে তিনি ১৮ বলে অপরাজিত ৫০ রান করে ফেলেন। আর এইভাবেই রঘুবংশী দলকে মাত্র ৫.৩ ওভারে ৯ উইকেটে জিততে সাহায্য করেন।
সেঞ্চুরি করলেন শাহরুখ খান: এদিকে, বিশাখাপত্তনমে তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের মধ্যে খেলা আরেকটি ম্যাচে, গুজরাট টাইটান্সের খেলোয়াড় শাহরুখ খান সবাইকে অবাক করেছেন। তামিলনাড়ু দলের হয়ে খেলা শাহরুখ খান দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ৮৫ বলে অপরাজিত ১৩২ রান করেন। ওই ইনিংসে তিনি ১৩ টি চার ও ৭ টি ছক্কা মারেন। শাহরুখ খানের এই ইনিংসের কারণে, ৪৭ ওভারের এই ম্যাচে তামিলনাড়ু তার নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৮৪ রান করে। যেখানে উত্তরপ্রদেশ ৩২.৫ ওভারে মাত্র ১৭০ রান করে। অর্থাৎ, ওই ম্যাচে তামিলনাড়ু ১১৪ রানে জিতে যায়।