‘৩১ ডিসেম্বর পর্যন্ত..,’ মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট! RG Kar কান্ডের প্রতিবাদ আন্দোলনে বিরাট নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ আদালতের (Calcutta High Court) অনুমতি নিয়েই ধর্মতলায় ধর্নায় বসে ছিলেন জুনিয়র চিকিৎসক ফ্রন্টের সংগঠন। গতকালই ছিল সেই ধর্নার শেষ তারিখ। এবার ধর্মতলার এই ধর্নার সময়সীমা আরো বাড়াতে চাইছেন জুনিয়র ডাক্তারদের সংগঠন। সেই দাবি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস’।

RG Kar কান্ডের প্রতিবাদ আন্দোলনে বিরাট নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)

সেখানে এদিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার পাশাপাশি শুনানির জন্য দ্রুত আবেদন করেছিলেন আন্দোলনকারী চিকিৎসারা। বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষে চিকিৎসকদের যৌথ মঞ্চকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে সেইসাথে বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস এদিন জানিয়েছেন, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কর্মসূচি করা যাবে।

পাশপাশি ডিভিশন বেঞ্চের আগের  নির্দেশ মেনে আইনশৃঙ্খলা বজায় রেখে, উস্কানিমূলক মন্তব্য না করে, সর্বাধিক ১০০ জন অংশগ্রহণকারীদের নিয়ে অবস্থান চালানোর কথা বলেছেন বিচারপতি। একইসাথে কলকাতার যুগ্ম নগরপালকে এই কর্মসূচির তদারকি ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার  নির্দেশ দিয়েছে আদালত (Calcutta High Court)। আগামী ২ জানুয়ারি এই  মামলার পরবর্তী শুনানির দিন পুলিশকে কর্মসূচি সংক্রান্ত সমস্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরজিকর কান্ডের চার মাস অতিক্রান্ত। কিন্তু এখনও পর্যন্ত এই মামলার চার্জশিট পেশ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যার ফলে ইতিমধ্যেই জামিন পেয়েছে এই মামলার অন্যতম দুই মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল। দ্রুততার সঙ্গে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার পাশাপাশি ন্যায় বিচারের দাবি নিয়ে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।

আরও পড়ুন: ‘ভোঁতা জিনিস বা কন্ডোম…’, আরজি করের ধর্ষণ-খুন একজনেরই কাণ্ড? ঘটনায় নয়া মোড়!

ধর্নার সময়সীমা বাড়ানোর জন্য মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বৃহস্পতিবার ওই মামলার শুনানি ছিল। সেখানে জুনিয়র ডাক্তার দের তীব্র কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘তাঁরা শুধুমাত্র লাইমলাইটের আলোয় থাকতে চান। শুধুমাত্র মিডিয়ার প্রচারে থেকেই নিজেদের সেলিব্রেটি ভাবতে শুরু করেছেন তাঁরা। ডাক্তাররা নিজেদের হিরো ভাবছেন।’ পাশাপাশি এই প্রতিবাদ আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল  নন্দকে ‘বিজ্ঞাপনের মডেল’ বলেও কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

RG Kar Case

অপরদিকে ডাক্তারদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, ‘ডাক্তারদের আন্দোলন করার ফলে কারও কোন ক্ষতি হচ্ছে না। সেরকম কোন অভিযোগ আসেনি। চিকিৎসকরা যে ধর্না শুরু করেছেন তার সময়সীমা বাড়ানোর দাবি নিয়ে কলকাতা পুলিশের কাছে গিয়েছিল ডাক্তার ফন্টের সংগঠন। কিন্তু পুলিশের কাছ থেকে কোনরকম সদর্থক বার্তা না আসার ফলেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসকরা’। এদিন আদালতে উভয় পক্ষের কথা শুনে বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস জানতে চান, তাঁরা ওই কর্মসূচি কত দিন চালাতে চাইছেন? জবাবে যৌথ মঞ্চের এক আইনজীবী শামিম আহমেদ, অন্তত ১০ দিনের অনুমতি চেয়েছিলেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর