এক অভিনব বিয়ের সাক্ষী হওয়া গেল!বরযাত্রী নিয়ে এল দুই পাত্রই

Published On:

বাংলা হান্ট ডেস্ক:‌ পরাগ মেহতা গাঁটছড়া বাঁধলো বৈভব জৈনের সঙ্গে। তাদের বিয়েটা অনান্য বিয়ের থেকে একটু অন্যরকম তো বটেই।মেহেন্দি, বারাত, নাচগান, তিলক অনুষ্ঠান কিছুই ছিলনা বাকি।এই প্রথম সাক্ষী থাকা গেল সমকামী বিবাহের তা সোশ্যাল মিডিয়ায় হলেও ক্ষতি কী।তবে তারা ভারতীয় বংশোদ্ভুত হলেও এখন থাকেন আমেরিকায়।

দেখা গেল হাত ভর্তি মেহেন্দীতে সমস্ত রীতিনীতি পালন করে বিয়েতে বরযাত্রী নিয়ে এলেন দু’‌পক্ষই। তিলক হল দু’‌জনেরই। মেহেন্দিও পরলেন দু’‌জনেই।
কিন্তু পরাগদের বিয়েতে পাত্রীর ভূমিকা পালন করবে কে?‌ পাত্ররা ঠিক করেন, দু’‌জনেই বর এবং কনে উভয়ের ভূমিকা পালন করবেন।তার পর অগ্নিসাক্ষী করে গাঁটছড়া বাঁধেন। ‌কন্যাদানের বদলে ‘‌বরদান’‌ ‌হয়।

মেহতা এবং জৈন পরিবার পরস্পরকে নিজেদের ছেলে দান করে।এভাবেই তাঁরা জয়ের পথে একধাপ এগোল। আগামীদিনের জন্য অনেক শুভকামনা রইল তাঁদের জন্য। তাঁদের জয়।

X